ফের রাজীবের বাড়িতে হানা সিবিআইয়ের, সিজিও-তে চার ঘনিষ্ঠকে জিজ্ঞাসাবাদ

রবিবার ফের রাজীব কুমারের বাড়িতে গেলেন সিবিআই আধিকারিকরা। এদিন সকালে আলিপুর বডিগার্ড লাইনে আইপিএস কোয়ার্টার এবং 34, পার্ক স্ট্রিটে রাজীব কুমারের বাড়িতে যায় সিবিআই। জানা গিয়েছে, রাজীব কুমারের স্ত্রীর সঙ্গে কথা বলবেন সিবিআই আধিকারিকরা।

অন্যদিকে, সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে সকাল থেকেই রাজীব কুমার ঘনিষ্ঠ 4 জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর মধ্যে 2জন ব্যবসায়ী রয়েছেন। তাঁদের মাধ্যমে রাজীবের গোপন আস্তানার হদিশ পেতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

আরও পড়ুন-এম পি পেনশন থেকে অভাবী মেধাবী ছাত্রীকে ল্যাপটপ কুণালের