Monday, August 25, 2025

বিষয় চিন, এবার পুজোয় বুদ্ধদেব ভট্টাচার্যের নতুন বই

Date:

Share post:

প্রবল অসুস্থতাও তাঁকে দমাতে পারেনি। এবার বোঝা যাচ্ছে, সুস্থ হওয়ার আগেই কেন তিনি উডল্যাণ্ডস থেকে বাড়ি ফিরতে এত উতলা হয়ে পড়েছিলেন।

এবারের পুজোয় বুদ্ধদেব ভট্টাচার্যের নতুন বই প্রকাশ হতে চলেছে। যতদূর জানা গিয়েছে, বুদ্ধবাবুর লেখা নতুন এই বইয়ের নাম ‘স্বর্গের নীচে মহাবিশৃঙ্খলা’। লেখার বিষয়বস্তু, চিন ও তার বর্তমান পরিস্থিতি।

একই সঙ্গে সংযুক্ত করা হয়েছে প্রমোদ দাশগুপ্তের সঙ্গে তাঁর প্রথম চিন সফরের কিছু অভিজ্ঞতার কথা। প্রসঙ্গত, চিন-সফর চলাকালীনই প্রয়াত হয়েছিলেন প্রমোদ দাশগুপ্ত। তাঁর মরদেহ নিয়ে দেশে ফিরেছিলেন বুদ্ধবাবু। এ সব ঘটনার কথাও এই বইয়ে থাকছে। সঙ্গে আছে চিনের রাজনৈতিক ইতিহাস, দুর্নীতি, সঙ্কট, সরকারের আগ্রাসন নীতি এবং বর্তমান পরিস্থিতিতে শি জিনপিংয়ের ভূমিকা, দুরন্ত লেখনীতে সবকিছু লিপিবদ্ধ করেছেন বুদ্ধবাবু।

জানা গিয়েছে, বুদ্ধবাবু এই বইটি উত্সর্গ করেছেন প্রমোদ দাশগুপ্তকে। বইয়ের 60 টাকা। বইটির নাম প্রসঙ্গে লেখকের বক্তব্য, মাও সে তুং-এর একটি চিঠি থেকে এই নামের প্রেরণা। মাও তাঁর স্ত্রী জিয়াং কিং-কে একটি চিঠি লিখেছিলেন, সেই চিঠির মধ্যে এই শব্দবন্ধটি আছে। বইটি এবারের পুজোয় বিভিন্ন মণ্ডপের কাছেই থাকা বাম-সাহিত্যের স্টলগুলিতে পাওয়া যাবে।

আরও পড়ুন-‘সুইচড অফ’ ফোন এখন ‘কল ডাইভার্ট’ বলছে! রাজীবের আরও কাছে সিবিআই

 

spot_img

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...