ইঁদুর বেরিয়ে আসছে পাউরুটির প্যাকেট থেকে?

একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, কেউ নেই অথচ সেখানকার একটি পাউরুটির প্যাকেট আপনা থেকেই নড়ছে। তার পর সেখান থেকে বেরিয়ে এল একটি ইঁদুর।

ঘটনাটি দেখা গিয়েছে, আয়ারল্যান্ডের ডাবলিনের একটি বেকারি স্টোরে। তার পর বেকারিটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন অ্যাপলগ্রিন স্টোর কর্তৃপক্ষ। ওই স্টোর কর্তৃপক্ষ জানিয়েছেন, পোকামাকড় নিয়ন্ত্রণের জন্য ওই দোকানটি আপাতত বন্ধ রাখা হয়েছে।

দেখুন ভিডিও…

https://twitter.com/Anthony88493393/status/1174829679540412417?ref_src=twsrc%5Etfw

আরও পড়ুন-শিলিগুড়িতে রাজ্যপাল : আমি রুদ্ধদ্বার বৈঠক করি না