ফের বৃষ্টির সম্ভাবনা দক্ষিণের জেলাগুলিতে

ছবি - সোমনাথ বিশ্বাস

ফের বৃষ্টির সম্ভাবনা দক্ষিণের জেলা গুলিতে। হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি সম্ভাবনা রয়েছে। দক্ষিণ 24 পরগনা ও পূর্ব-মেদিনীপুর ছাড়াও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামিকাল থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে পশ্চিমের জেলাগুলিতেও। বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতর সূত্রের খবর, দক্ষিণবঙ্গে সক্রিয় মৌসুমী বায়ু। এর জেরে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। পশ্চিম, মধ্য ও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের সম্ভাবনা রয়েছে।

ছবি-প্রকাশ পাইন

আরও পড়ুন-স্বর্গের নিচে মহাবিশৃঙ্খলা: শারদোৎসবে বুদ্ধর নতুন বই

 

 

Previous article119 বছরের বালিয়াল পরিবারের পুজো ঘিরে উৎসবে মেতে ওঠে কাঁকরোল গ্রাম
Next articleবিধাননগরের ডেপুটি মেয়রকে খুনের হুমকি পোস্টার