মন্দির উদ্বোধনের মঞ্চেই ছাত্রীকে ল্যাপটপ প্রাক্তন সাংসদের

খালপাড়ের বহুপ্রতীক্ষিত কালী মন্দির। রবিবার উদ্বোধন হল। বাসিন্দাদের স্বপ্নপূরণ করলেন শিল্পপতি সমর নাগ। আর তার মধ্যেই আরেক চমক।

সুমাইয়া খাতুন। রাজাবাজার বয়েজ অ্যান্ড গার্লস স্কুলের ছাত্রী। ওয়ান থেকে ক্লাস নাইন পর্যন্ত প্রথম হওয়া। আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবার। রবিবার ক্যানেল ওয়েস্ট রোডে মা কালীর মন্দির উদ্বোধনের মঞ্চ থেকেই ওর জন্য শারদউপহার ল্যাপটপ। কুণাল ঘোষের এম পি পেনশনের টাকা থেকে। কুণাল বলেন,” আমি নিজেই নানা সমস্যায়। তবু কারুর কাজে লাগতে পারলে ভালো লাগে। সুমাইয়া এগিয়ে চলুক।” এদিনই হল, মা কালীর মন্দির উদ্বোধন। বহু প্রতীক্ষার পর। রবিবার সকালে বৃষ্টিতে এলোমেলো, অনিশ্চিত; প্রায় স্থগিতের মুখে দাঁড়িয়েও শেষে উদ্বোধন। ক্যানেল ওয়েস্ট রোডে। এলাকার মানুষের উৎসাহে কাজ হল। উপস্থিত ছিলেন বরো চেয়ারম্যান সাধন সাহা, শিক্ষাবিদ কামাল হোসেন, অধ্যাপক মণিশঙ্কর মন্ডল, ছাত্রনেতা পিন্টু ও মৃত্যুণ, আইএনটিটিইউসি জেলা সভাপতি প্রদীপ মজুমদার, এখন বিশ্ব বাংলা সম্পাদক অভিজিৎ ঘোষ, ক্লাব সমন্বয় কমিটির শ্যামল দত্ত, ভাস্কর চৌধুরি প্রমুখ। ছিলেন এলাকার সক্রিয় সমাজকর্মী ও সাংগঠনিক সদস্যরা। মন্দিরে দারুণ খুশি স্থানীয় বাসিন্দারা। খালপাড়ের এই দীর্ঘদিনের আশা পূরণের মুহূর্তটি বৃষ্টিভেজা এলোমেলো দিনেও বর্ণময়।
জয় মা।

আরও পড়ুন – বাড়িতে সিবিআই, যা বললেন মুকুল

Previous articleবাড়িতে সিবিআই, যা বললেন মুকুল
Next articleজলমগ্ন মাঠ, ম্যাচ বাতিল, খেতাব জয়ের স্বপ্নভঙ্গ আলেসান্দ্রোর