কাঁদাচ্ছে পিঁয়াজের দাম, নড়ে বসল কেন্দ্র

কাঁদাচ্ছে পিঁয়াজ। পিঁয়াজের দাম। বাজপেয়ী সরকারের সময় দেশবাসী ৯০ টাকা কেজি পিঁয়াজ খেয়েছিল। এবার মোদি-জমানায় ৬০-৭০ টাকা কেজি। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে, রবিবার বানিজ্য মন্ত্রককে নোটিস বা বিজ্ঞপ্তি জারি করে বলতে হয়েছে, আপাতত পিঁয়াজ রফতানি বন্ধ। শুধু তাই নয়, মজুত ৫০ হাজার মেট্রিক টন পিঁয়াজ বাজারে ছাড়া হবে বলে জানানো হয়েছে।

কিন্তু প্রশ্ন হল, মাস খানেক আগেও চাষিদের কাছ থেকে পিঁয়াজ কেনা হচ্ছিল ২-৩ টাকায়। হঠাৎ কেন এই পরিস্থিতি? দেশ জুড়ে ফোড়ে বা দালালরাজই যে এর পিছনে, তা বলার অপেক্ষা রাখে না। এই রাজ্য সহ আরও কয়েকটি রাজ্যে কৃষকরা পিঁয়াজের দাম না পেয়ে আত্মহত্যাও করেছে। তারপরেও এই দাম বৃদ্ধির পিছনে মুদ্রাস্ফীতি আর টাকার দাম পড়ে যাওয়াকেই দায়ী করছেন অর্থনীতিবিদরা। এখনই এর হাত থেকে দেশবাসীএ রেহাই নেই বলেই মনে করছেন তাঁরা।

আরও পড়ুন – নারদা তদন্তে চাঞ্চল্যকর মোড়! এবার “থ্রি-M”-কে মুখামুখি জেরায় বসাতে চলেছে CBI

Previous articleরাষ্ট্রপুঞ্জে ইমরানের পরমাণু যুদ্ধের হুমকির জেরে ফের উপত্যকায় শুরু নিয়ন্ত্রণের কড়াকড়ি
Next articleরবীন্দ্র সরোবরের পরিবর্তে 4টি নতুন জলাশয়ে ছট পুজো নির্দিষ্ট করল রাজ্য সরকার