আবার এক হাইপ্রোফাইল বন্দি। এবার আইপিএস মির্জা। তৎপর প্রেসিডেন্সি জেল। দুপুরেই খবর পৌঁছেছে জেলে। জানা গেছে, মূলত দুটি ওয়ার্ড তৈরি থাকছে। অরবিন্দ আর হাসপাতাল ওয়ার্ড। মির্জাকে চেক আপ করবেন ডাক্তাররা। তারপর চূড়ান্ত হবে কোথায় রাখা হবে। এর আগে আই এ এস কাহালোকে রাখা হয়েছিল হাসপাতাল ওয়ার্ডে। মির্জাকে সেল বা সাধারণ ওয়ার্ডে রাখতে চায় না জেল প্রশাসন।

আরও পড়ুন – মিলল না জামিন, 14 দিনের জেল হেফাজত মির্জার
