পদত্যাগ করলেন সুনীল সিং, গারুলিয়া পুনর্দখল ঘাসফুল শিবিরের শুধু সময়ের অপেক্ষা

ফের জোর ধাক্কা বিজেপি শিবিরে। মাসখানেক আগে দখল করা গারুলিয়া পুরসভা এবার তাদের হাতছাড়া হতে চলেছে। এদিন চেয়ারম্যানের পদত্যাগের পর সেটা স্পষ্ট হয়ে গেল।

সামনেই অনাস্থা। আর অনাস্থা হলেই সুনীল সিং-এর ডাহা ফেল হওয়া নিশ্চিত। তাই হারের ভয় আর লজ্জার হাত থেকে রক্ষা পেতে আগেভাগেই গারুলিয়া পৌরসভার বর্তমান চেয়ারম্যান সুনীল সিং সোমবার পদত্যাগ করলেন। আর এই ঘটনার পর গারুলিয়া পৌরসভা পুনরুদ্ধার করা তৃণমূলের এখন শুধু সময়ের অপেক্ষা।

তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি নিজে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর থেকে পুরসভার অন্যান্য কাউন্সিলরদের রীতিমতো ভয় দেখিয়ে, জোর পূর্বক বিজেপিতে যোগদান করিয়েছিল।

কিন্তু ওইসব দলবদলু কাউন্সিলররা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাঁদের পূর্ণ আস্থা আছে।সোমবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় পশ্চিমবঙ্গ সরকারের অন্য প্রয়াস দুর্গাপূজা সংগঠকদের আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে কলতান অনুষ্ঠান গৃহে চেক ডিস্টিবিউশনে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথাই বললেন রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

আরও পড়ুন-মুকুলের অন্য রূপ দেখা গেল রাতে?

Previous articleখেতে দেয় না শ্বশুরবাড়ি, বিস্ফোরক অভিযোগ লালুর পুত্রবধূর
Next articleশীতাতপ নিয়ন্ত্রিত ট্রামের উদ্বোধনে শুভেন্দু