যাদবপুর 8বি বাসস্ট্যান্ডের কাছে সিপিএমের শারদস্টল তৈরি প্রায় শেষ। বুধবার উদ্বোধন। এটি বৃহত্তম স্টল। মার্কসবাদী সাহিত্য ছাড়াও নানা ধরণের বই থাকে। রীতিমত আকর্ষণীয় স্টল। কমরেড সুদীপ সেনগুপ্ত ও তাঁর সহকর্মীদের উদ্যোগে রাতভর কাজ চলেছে। শুধু সিপিআইএম বা বাম সমর্থক নন, যে কোন বইপ্রেমীর আদর্শ ঠিকানা হবে এই স্টলটি।
