গিরিশ পার্কে সোনার দোকানে চুরি, গ্রেফতার আরও ১

গিরিশ পার্কে সোনার দোকান থেকে হীরে চুরির অপরাধে আরও একজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। হুগলি জেলার হরিপাল থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। পুলিশের জেরায় অপরাধ কবুল করেছে অভিযুক্ত। অভিযুক্তের নাম শাকিল হোসেন। অভিযুক্তের বয়স ২৭ বছর। সোমবার সারারাত ধরে হরিপালের একাধিক জায়গায় তল্লাশি চালায় কলকাতা পুলিশ।

এর আগে অপর অভিযুক্ত মান্নান শেখকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। ধৃতের কাছ থেকে ৯৭ টি হীরে খচিত নেকলেস উদ্ধার করা হয়। এর আগে কলকাতা পুলিশ জানিয়েছিল মান্নান শেখ যাকে বলাগর থেকে গ্রেফতার করা হয়েছিল, সেই ছিল এই কাণ্ডের মূল মাস্টারমাইন্ড। মূলত কলকাতার সোনার দোকান থেকে মূল্যবান সামগ্রী চুরি করে তা পাচার করত মুম্বাইয়ের জহুরি বাজারে। সেখান থেকেই মোটা টাকা রোজগার করত সে এবং তার দলবল। এই ঘটনায় আরও কয়েকজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।