হাইকোর্টে রাজীব-মামলার রায় হতে পারে আজ

ফেরার ADG-CID রাজীব কুমারের আগাম জামিনের আবেদনের চার দিন শুনানির পর সম্ভবত আজ, মঙ্গলবার রায় দেবে হাইকোর্ট। বিচারপতি শহিদুল্লা মুন্সি ও বিচারপতি শুভাশিস দাশগুপ্তের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়েছে। শুনানিতে সংবাদমাধ্যমের উপস্থিতি ছিলো নিষিদ্ধ। মামলাকারীর আইনজীবীর এই আবেদনে CBI সায় দেওয়ায় হাইকোর্ট রাজীব-মামলার শুনানি ‘ইন ক্যামেরা’ করার নির্দেশ দিয়েছিলো। আজ, মঙ্গলবার, হাইকোর্টে পুজোর ছুটির আগে শেষ কর্মদিবস। এ দিন আদালত যে রায়ই দিক তার বৈধতা চ্যালেঞ্জ করতে চাইলে দু’পক্ষকেই অপেক্ষা করতে হবে। অক্টোবরের শেষ দিনে হাইকোর্ট খুলবে। আবার সুপ্রিম কোর্ট 4 অক্টোবর বন্ধ হয়ে 14 অক্টোবর খুলবে।

Previous articleসব্যসাচীর সঙ্গেই বিজেপিতে 2 তৃণমূল কাউন্সিলরও, তুঙ্গে জল্পনা
Next articleগিরিশ পার্কে সোনার দোকানে চুরি, গ্রেফতার আরও ১