Monday, May 19, 2025

কতখানি স্বস্তি পেলেন রাজীব কুমার? আদৌ স্বস্তি পেলেন ?

Date:

Share post:

হাইকোর্ট আগাম জামিন মঞ্জুর করায় কতখানি স্বস্তি পেলেন ADG-CID রাজীব কুমার?

আইনজীবী মহলের ব্যাখ্যা, তেমন কোনও সুরক্ষা পাননি দীর্ঘদিন ফেরার থাকা এই পুলিশকর্তা। নিজেদের এই ধারনা ব্যাখ্যা করে আইনজীবীরা বলছেন, রাজীব কুমারের এই আগাম জামিন মঞ্জুর হয়েছে শুধুই সারদা-মামলায়। কিন্ত আগেই রাজীবকে তলব করা হয়েছে রোজ ভ্যালির তদন্তেও। রোজ ভ্যালি সংক্রান্ত কোনও সুরক্ষাকবচ রাজীবের নেই, মঙ্গলবার হাইকোর্টও মঞ্জুর করেনি। রোজ ভ্যালিতে তাঁকে তলব করা হলেও রাজীব যাননি। এখন যদি ফের জরুরিভিত্তিতে CBI রাজীব কুমারকে ফের রোজ ভ্যালি-তদন্তে ডেকে পাঠায়, রাজীব যেতে বাধ্য। সারদা-তদন্তে CBI-এর মূল অভিযোগ, তদন্তে সহযোগিতা করছেন না রাজীব। এবার  CBI যদি ফের রোজ ভ্যালি-তদন্তের ক্ষেত্রেও একই অভিযোগ আনার সুযোগ পায়, তাহলে ফের রাজীবের হেফাজতে যাওয়ার পরিস্থিতি তৈরি হবে। অথচ রোজ ভ্যালি-তদন্তে রাজীবের রক্ষাকবচ নেই।

আরও পড়ুন – বাংলায় শ্যামাপ্রসাদ কার্ড খেললেন অমিত শাহ

এমন পরিস্থিতির সৃষ্টি হলে রাজীবকে ফের আত্মগোপন করতেই হবে। কিন্তু এবার ‘ফেরার’ হওয়ার ক্ষেত্রে আইনি বাধা থাকছে। মঙ্গলবার আগাম জামিন মঞ্জুর করে  হাইকোর্টের বিচারপতি সইদুল মুন্সি ও বিচারপতি শুভাশিস দাশগুপ্তের ডিভিশন বেঞ্চ বলেছে, জিজ্ঞাসাবাদের জন্য CBI তলব করলেই যেতে হবে রাজীব কুমারকে। কলকাতাও ছাড়তে পারবেন না ADG-CID রাজীব কুমার। ফলে, সারদা-তদন্তে রাজীবকে CBI-এর সামনে যেতেই হবে। ওদিকে, রোজ ভ্যালিতে ডাকলে গ্রেফতারির আশঙ্কা আছে মনে করলে রাজীব যথারীতি এড়িয়ে যাবেন, আগের মতোই। সেক্ষেত্রে প্রশ্ন উঠবে, সারদা-তদন্তে CBI যদি রাজীব কুমারকে তলব করে, রাজীব হাজিরা দিতে বাধ্য, অথচ রোজ ভ্যালিতে ডাকলে রাজীব গরহাজির, এটা কীভাবে সম্ভব?

সুতরাং শুধুমাত্র সারদা-মামলায় আগাম জামিন পাওয়া রাজীব কুমার কিন্তু এখনও স্বস্তির শ্বাস নিতে পারছেন না। রোজ ভ্যালি-মামলাও CBI-এর হাতেই। সেই মামলাতেও CBI রাজীবকে তলব করতে পারে এবং এই মামলাতেও রাজীবের হেফাজতে যাওয়ার পূর্ণ আশঙ্কা থেকেই যাচ্ছে।

আরও পড়ুন – তৃণমূল বিরোধিতা করেও নাগরিকত্ব বিল আটকাতে পারবে না: অমিত শাহ

spot_img

Related articles

ওবিসি সংরক্ষণ নিয়ে জটিলতা! যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আপাতত স্থগিত ভর্তিপ্রক্রিয়া

ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় চলতি শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে সৃষ্টি হয়েছে নানা জটিলতা। সেই...

রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে পুনর্বাসন প্রকল্পে জোরদার অগ্রগতি, ৫০% ফ্ল্যাট নির্মাণ সম্পূর্ণ

রানিগঞ্জ কয়লাখনি অঞ্চলে আগুন ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের লক্ষ্যে গৃহায়ন দফতরের বিশাল আবাসন প্রকল্প জোরকদমে এগোচ্ছে। ২০২৪-২৫...

নিরাপত্তারক্ষী পুলিশের কনস্টেবলকে লক্ষ্য করে গুলি! নদিয়ায় ৩টি আগ্নেয়াস্ত্র-সহ ধৃত তৃণমূল নেতা

ঘুমোতে যাওয়া নিয়ে বচসা। তার জেরে নিজেরই নিরাপত্তারক্ষীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল নেতা সেজাজুল হক...

বাংলার বদনামের প্রতিবাদ করুন: শিল্পমহলকে আহ্বান মুখ্যমন্ত্রীর

বাংলায় শিল্প হয় না। বারবার এই অভিযোগ তোলে বিরোধীরা। কিন্তু একের পর একর বাণিজ্য সম্মেলন ও শিল্পস্থাপনই প্রমাণ...