ঢাকের তালে ধুনুচি নাচ, বাংলা ছাড়িয়ে ভিন রাজ্যেও

শুরু হয়ে গিয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। আর এর প্রধান অনুষঙ্গ ঢাকের বাদ্যি ধুনুচি নাচ। কালের নিয়মে ডিজে আর কন্টেম্পোরারি ডান্স মঞ্চ দখল করলেও হারিয়ে যায়নি ঢাকের বোল বা ধুনুচি নাচের প্রতিযোগিতা। আর এই ঐতিহ্যগুলিকে বাঁচিয়ে রাখার অন্যতম পথিকৃৎ সোদপুর রামচন্দ্রপুরের বাসিন্দা দেবাশিস চক্রবর্তী।


১৯৯২ থেকে বিভিন্ন জায়গায় ধুনুচি নাচ ঢাক বাজানোর অনুষ্ঠান শুরু করেন দেবাশিস চক্রবর্তী। ক্রমে তা ছড়িয়ে পরে রাজ্যের সীমানা পেরিয়ে সারা দেশে। শুধুমাত্র দেশে নয় বিভিন্ন টিভি চ্যানেলেও অনুষ্ঠান করেছেন তাঁরা। তাঁদের দলের নাম ‘বাংলার নটরাজ ধুনুচি নৃত্য সংঘ’। এই দলে মোট সদস্য সংখ্যা ৪২ জন, এর মধ্যে সবচেয়ে নজর কাড়া বিষয় হল মহিলা ঢাকি রয়েছেন ২০ জন।

আরও পড়ুন-প্রতিটা মানুষের উচিত নিজের সীমায় থাকা, রাজ্যবাসীকে বার্তা রাজ্যপালের

Previous articleপ্রতিটা মানুষের উচিত নিজের সীমায় থাকা, রাজ্যবাসীকে বার্তা রাজ্যপালের
Next articleমোহন ভাগবতের সঙ্গে মিঠুনের দীর্ঘ বৈঠকে জল্পনা তুঙ্গে