সিপিএমের ভাল উদ্যোগ, শারদীয়া বুকস্টলেই চলছে ভোটার পরিচয় যাচাই শিবির

অভিনব ও প্রশংসনীয় উদ্যোগ। উৎসবের মধ্যেই জনসংযোগ গড়ে বিপন্ন মানুষকে সহায়তা, তাদের পাশে থাকার বার্তা। প্রতিবারের মতই এবারও দুর্গাপুজোর কদিন জেলায় জেলায় শারদীয়া বুকস্টল করেছে সিপিএম। বাড়তি ব্যবস্থা হিসাবে যা থাকছে তা হল অনলাইন ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষের জন্য ভোটার পরিচয়পত্র যাচাইয়ের সহায়তা শিবির। এনআরসি আতঙ্কের মধ্যে যখন অনলাইন ভোটার পরিচয় যাচাইয়ের কাজ ঘিরে দরিদ্র, অসহায় মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে, তখন স্থায়ী ও অস্থায়ী সহায়তা শিবির বানিয়ে ভোটার পরিচয় যাচাইয়ের কাজে নামলেন পার্টিকর্মীরা। অনলাইন ব্যবস্থায় অভ্যস্ত নন এমন মানুষদের নিশ্চিন্ত করতে পুজোর বুকস্টলে স্মার্টফোন, ল্যাপটপ নিয়ে হাজির সিপিএমের কমরেডরা। এনআরসি আতঙ্ক রুখতে প্রচারের পাশাপাশি সাহায্যপ্রার্থী মানুষকে সরাসরি পরিষেবা দেওয়া হচ্ছে। শারদীয়া বুকস্টলে বই বিক্রির পাশাপাশি চলছে অনলাইন ভোটার পরিচয় যাচাই।

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এই সহায়তা শিবিরের জন্য ইতিমধ্যেই এরিয়া কমিটিতে ওয়ার্কশপ করা হয়েছে। সিপিএম-ঘনিষ্ঠ তথ্যপ্রযুক্তিবিদরা এই কাজ করার জন্য স্মার্টফোন ও ল্যাপটপে ভোটার পরিচয় যাচাইয়ের তালিম দিয়েছেন বাছাই করা পার্টিকর্মীদের। উত্তর 24 পরগণার বারাসত পৌরসভা এলাকার আটটি ওয়ার্ড (5,6,7,8,9,32,34,35নম্বর) এবং ইছাপুর-নীলগঞ্জ পঞ্চায়েত এলাকায় এখনও পর্যন্ত 68 টি সহায়তা শিবির চলছে। শিবির হয়েছে দমদমেও। পুজোর কদিন অনেক রাত পর্যন্ত পরিষেবা মিলবে। প্রতি জেলাতেই সহায়তা শিবিরের সংখ্যা 100 থেকে 150 করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পুজো উপলক্ষ্যে বুকস্টলে এধরনের ভোটার পরিচয় শিবির চলছে নদিয়ার কল্যাণী, গয়েশপুর, চাকদহের গ্রামীণ ও শহর এলাকায়। সহায়তা শিবির চালু হয়েছে পূর্ব মেদিনীপুর, কোচবিহার, জলপাইগুড়ি, মুর্শিদাবাদে। সীমান্ত ঘেঁষা গ্রামগুলিতে উৎসবের পর আরও বেশি সংখ্যক সহায়তা শিবির খোলার প্রস্তুতি চলছে। কলকাতার এন্টালি, টালিগঞ্জ, নিউ আলিপুর, বেহালা, বেলেঘাটায় ভোটার পরিচয় যাচাই ক্যাম্প করেছে সিপিএম। সাইবার কাফেতে অনেক টাকা খরচ করে গরিব মানুষকে ভোটার পরিচয় যাচাইয়ের জন্য যাতে দৌড়তে না হয় সেজন্য শারদোৎসবে সিপিএমের উপহার এই ভোটার সহায়তা শিবির।

 

Previous articleউঁচু পাঁচিলের মধ্যে উৎসবের আনন্দ
Next articleতথ্য যাচাইয়ে মমতার রাজ্যই শীর্ষে