তথ্য যাচাইয়ে মমতার রাজ্যই শীর্ষে

ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা শীর্ষে। ভোটার তথ্য যাচাইয়ে শীর্ষস্থান পেল পশ্চিমবঙ্গ। হিসাব বলছে, ১ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত অন লাইনে রাজ্যে তথ্য যাচাই করেছেন ১ কোটি ৮৬ লক্ষ মানুষ। অর্থাৎ ২৭%। শতাংশের নিরিখে শীর্ষে মিজোরাম। ৭ লক্ষ মিজোবাসীর মধ্যে ২ লক্ষ ৮১ হাজার রাজ্যবাসী। ত্রিপুরা তৃতীয় স্থানে। তবে এই রাজ্যগুলি ছোট হওয়ায় পশ্চিমবঙ্গ সংখ্যার বিচারে এগিয়ে।

ন্যাশনাল ভোটার্স সার্ভিস পোর্টালে অন্য লাইনে তথ্য যাচাই চলছে। সেখানে প্রামাণ্য নথি হিসাবে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, রেশন কার্ড, ব্যাঙ্কের তথ্য, প্যান কার্ড, জল-বিদ্যুৎ- টেলিফোন বা সরকারি-আধা সরকারি কর্মীদের যে কোনও একটি পরিচয়পত্র আপলোড করা হচ্ছে। রাজ্যে জেলাগুলির মধ্যে শীর্ষে উত্তর ২৪ পরগণা। তথ্য যাচাই করেছে প্রায় সাড়ে ২৪ লক্ষ। আবার শতাংশের নিরিখে শীর্ষে নদিয়া। এই জেলায় ২৪ লক্ষ ভোটার তথ্য যাচাই করেছেন। জেলার মোট জনসংখ্যার নিরিখে যা ৫৮%।

Previous articleসিপিএমের ভাল উদ্যোগ, শারদীয়া বুকস্টলেই চলছে ভোটার পরিচয় যাচাই শিবির
Next articleকলকাতায় এবার শতাধিক শারদীয়া বুকস্টল সিপিএমের