অসুরের গলায় মুখ্যমন্ত্রীর মুখ, বিজেপি প্রভাবিত পুজোকে হুমকি বিধায়কের

হাওড়ার উলুবেড়িয়ার মনসাতলার এক দুর্গাপ্রতিমা নিয়ে চরম উত্তেজনা এলাকাজুড়ে। বিজেপি প্রভাবিত পুজো কমিটির বিরুদ্ধে স্থানীয় তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলির হুঁশিয়ারি, “পুজোর উদ্যোক্তাদের ক্ষমা চাইতে হবে। তা না হলে এর পরিনতি ভয়ঙ্কর হবে।”

অভিযোগ, উলুবেড়িয়ার মনসাতলার এক পুজোয় দুর্গা প্রতিমার সঙ্গে থাকা অসুরের গলায় মুখ্যমন্ত্রীর মুখ
ঝোলানো হয়েছে। মুখ্যমন্ত্রীর প্রতি অবমাননাকর এমন কাণ্ড ঘটিয়ে বিতর্কে জড়িয়েছে এই পুজো কমিটি। শেষ পর্যন্ত পুলিশি হস্তক্ষেপে অসুরের গলা থেকে সরানো হয় মুখ্যমন্ত্রীর ছবি। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, ওই পুজোটি বিজেপি প্রভাবিত। পরিকল্পনা করেই এ কাজ তাঁরা করেছে। পুজোটি উলুবেড়িয়া পূর্ব বিধানসভা এলাকার মনসাতলায়।এই পুজোর সঙ্গে মূলত বিজেপি কর্মী, সমর্থকরাই যুক্ত বলেই দাবি তৃণমূলের। ষষ্ঠীর সকালে স্থানীয় বাসিন্দারা দেখেন, অসুরের গলায় মুখ্যমন্ত্রীর ছবি লাগানো রয়েছে। দ্রুত সেই খবর ছড়িয়ে পড়ে। এই নোংরামির কথা পৌঁছে যায় তৃণমূল নেতৃত্বের কাছে। খবর যায় পুলিশেও। মণ্ডপে এসে পুলিশ পুজো-কর্তাদের সঙ্গে কথা বলে ওই ছবি দ্রুত সরাতে বলে এবং এর পরেই অসুরের গলা থেকে সরানো হয় মুখ্যমন্ত্রীর মুখ। বিষয়টি নিয়ে যথেষ্টই ক্ষুব্ধ উলুবেড়িয়া পূর্ব বিধানসভার বিধায়ক ইদ্রিশ আলি। তিনি পুজো কমিটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চলেছেন।

আরপ্প [পড়ুন – মুখ্যমন্ত্রীর লেখা গান সেরা থিম সঙ, বিশ্ববাংলার শারদ সম্মান ৭৯ পুজো কমিটিকে

Previous articleদুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন হাসিনা
Next articleফুসফুসে বুলডোজার, বাধা দিলে পরিবেশপ্রেমীদের ধাক্কা পুলিশের