জেলেই অসুস্থ প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। তিহার জেলে বন্দি চিদম্বরমকে নিয়ে যাওয়া হয় AIIMS-এ। চিকিৎসকরা তাঁকে ভরতি করেননি। একটু পরই তাঁকে ছেড়ে দেওয়া হয়। তিনি ফিরে যান তিহার জেলেই। শনিবার তিহার জেলে পেটের সমস্যা শুরু হয় চিদম্বরমের। জেল কর্তৃপক্ষের কাছে তিনি পেটে ব্যথার কথা জানান। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে এইমসে নিয়ে যাওয়া হয় পরীক্ষানিরক্ষার জন্য। INX মিডিয়া মামলায় আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত হন এবং গত 5 সেপ্টেম্বর CBI তাঁকে গ্রেপ্তার করে। একাধিকবার তাঁর জামিনের আবেদন খারিজ হওয়ায় বর্তমানে সাধারণ বন্দিদের মতোই তিহার জেলে রয়েছেন তিনি।
