রোহিতের নবজন্মের টেস্টে আত্মসমর্পণ ডুপ্লেসিসদের

একেই বলে রাজার মতো জেতা। বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকাকে ২০৩ রানে হারিয়ে প্রথম টেস্ট জিতে নিল বিরাট কোহলি। সব মিলিয়ে পুরো আড়াই সেশনও সময় নিল না কোহলির দল। তবে এই টেস্ট রোহিত শর্মার নকজন্মের জন্য স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দু ইনিংসেই সেঞ্চুরি। ফলে ম্যাচের সেরা যে তিনি হবেন, তা বলার অপেক্ষা রাখে না। তবে মায়াঙ্ক আগরওয়ালকেও মনে রাখতে হবে তার অসাধারণ দ্বিশত রানের জন্য।

দরকার ছিল ৩৯৫ রান। শনিবার শেষবেলায় বিরাটের ডিক্লেয়ারের পর প্রোটিয়রা ব্যাট করতে নেমে à§§à§§ রানেই ডিন এলগারকে হারায়। এদিন খেলার শুরুতেই অশ্বিন ডে ব্রুইনকে এলবি করতেই কেঁপে গেল দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে অশ্বিন ভেঙেছিলেন। এবার শামি (à§© উইকেট)-জাদেজা (৪ উইকেট) জুটি। আর আফ্রিকার ব্যাটসম্যানদের রানটা একবার চোখ বোলান, বুঝবেন কতখানি কতৃত্ব ছিল বিরাটের ছেলেদের। এলগার(২), ফিলান্ডার (০), কেশব মহারাজ (০), তেম্বা বাভুমা (০), ডুপ্লেসিস (à§§à§©), ডি’কক (০)। দু’ অঙ্কের রান করেছেন ৪জন, ২০ উপরে রান মাত্র দুজনের। মারকাম ৩৯ ও পিয়েত ৩২।