জিয়াগঞ্জ হত্যাকাণ্ডের প্রতিবাদে মোমবাতি মিছিল

বিজয়া দশমীর উচ্ছ্বাসের মাঝে মুর্শিদাবাদের জিয়াগঞ্জ শহরে বাড়ির ভিতরে স্কুল শিক্ষক বন্ধুপ্রকাশ পাল, তাঁর সন্তান সম্ভবা স্ত্রী বিউটি মণ্ডল পাল ও তাঁদের নাবালক ছেলে অঙ্গন পালকে খুনের ঘটনায় এই মুহূর্তে তোলপাড় রাজ্য রাজনীতি থেকে সোশাল মিডিয়া। আর এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে সোমবার রাজপথে শান্তিপূর্ণ মোমবাতি মিছিল করলো বিজেপি পন্থী বুদ্ধিজীবী সংগঠন বেঙ্গল ইন্টালেকচুয়াল সোসাইটি। যার সামনের সারিতে ছিলেন প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার তথা বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল।

এদিন বিকেলে সেন্ট্রাল এভিনিউ থেকে মেয় রোড পর্যন্ত মিছিল করেন তারা। মিছিল থেকে এই নৃশংস হত্যাকাণ্ডের দোষীদের দ্রুত শাস্তির দাবিতে সিবিআই তদন্তের দাবি তোলা হয়।

Previous article৭২ দিন পর কাশ্মীর উপত্যকায় চালু মোবাইল ফোন পরিষেবা
Next articleসেফ ড্রাইভ, সেভ লাইফ-র প্রচারকারী পুলিশের মাথায় নেই হেলমেট