মোবাইল সূত্রই ধরেই জালে উৎপল

জিয়াগঞ্জ কাণ্ডের রহস্য উন্মোচনে উৎপল ইতিমধ্যেই পুলিশি হেফাজতে। কিন্তু উৎপলের নাগাল পুলিশ কীভাবে পেল? তদন্তকারীরা জানাচ্ছেন, সৌভিক, তার বাবা, প্রাক্তন স্ত্রীকে জেরার পরেও রহস্য উদঘাটন করা যায়নি। শেষে মোবাইল ডাম্প করার সিদ্ধান্ত হয়। সেই পদ্ধতি শেষ পর্যন্ত রাস্তা খুলে দিল। দেখা গেল রাত সাড়ে এগারোটা নাগাদ যে সময়ে খুন করা হয়, সেই সময়ে রাজমিস্ত্রী উৎপলের মোবাইল টাওয়ার বন্ধুপ্রকাশের বাড়িতে দেখা গিয়েছে। এরপরেই দফায় দফায় জেরা। শেষে স্বীকারোক্তি। এবার এই কাণ্ডে তাকে সাহায্য করা বাকিদের কাছে পৌঁছতে জাল ফেলেছে পুলিশ। আশা শীঘ্রই মোবাইল সূত্রে ধরা পড়বে।