ফের ভিজছে দক্ষিণবঙ্গ

যাই, যাই করেও যাচ্ছে না বর্ষা। বর্ষাকাল তো দূর, শরৎ কাটিয়ে শীতের পথে রাজ্য কিন্তু বৃষ্টি থামছে না। অক্টোবরের প্রথম সপ্তাহে দুর্গাপুজোর সময়েও বৃষ্টির দাপটে ভেসেছে শহর। লক্ষ্মীপুজো পেরিয়েও ফের বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গ। বুধবারের পরে বৃহস্পতিবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকাল থেকে চলছে বৃষ্টি।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টায় উপকূলবর্তী জেলা সহ রাজ্যের বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার বাতাসে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকছে।

মৌসম ভবন সূত্রে খবর, উত্তর-পূর্ব মৌসুমী বায়ু ছাড়াও দক্ষিণ কর্নাটকের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এদিকে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তামিলনাড়ু থেকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত আরও একটি অক্ষরেখা রয়েছে। তবে, পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে এই মুহূর্তে কোনও ঘুর্ণাবর্ত নেই। মৌসম ভবনের রিপোর্ট অনুযায়ী, গত ২৫ বছরে কোনও বর্ষাকালেই এত বৃষ্টি হয়নি।

আরও পড়ুন-শতবর্ষে ভারতের কমিউনিস্ট পার্টি, ঠাসা ইন্ডোরে জীবন দিয়ে লড়াই করার শপথ

 

Previous articleশতবর্ষে ভারতের কমিউনিস্ট পার্টি, ঠাসা ইন্ডোরে জীবন দিয়ে লড়াই করার শপথ
Next articleগ্রেফতার হওয়া কংগ্রেস নেতার পাশে বঙ্গ-বিজেপি