স্কুলের প্রেয়ার লাইনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু খুদে পড়ুয়ার

স্কুলে প্রেয়ার লাইনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু পড়ুয়ার। স্কুলের প্রার্থনা সংগীত চলাকালীন মৃত্যু হয় পড়ুয়ার। ঘটনাটি ঘটেছে বুধবার ঝাড়খণ্ডের জামশেদপুরের টেলকো এলাকার শিক্ষা নিকেতন স্কুলে। মৃত পড়ুয়ার নাম বৈষ্ণবী ঝা। তার বয়স মাত্র ছয় বছর।

স্কুলের শিক্ষকরা জানিয়েছেন, সকালে যখন বৈষ্ণবী স্কুলে এসেছিল তখন সে সুস্থই ছিল। তাকে সহপাঠীদের সঙ্গে প্রেয়ার লাইনে দাঁড়াতেও দেখা যায়। সেখানে আচমকাই সে পড়ে গেলে তড়িঘড়ি তাকে স্থানীয় টাটা মোটরস হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কর্তব্যরত চিকিত্‍সকরা পরীক্ষা করেই জানান, বৈষ্ণবীর মৃত্যু হয়েছে। গোটা ঘটনায় স্কুলে নেমেছে শোকের ছায়া।