অভিজিৎ বামপন্থী! পীযূষ গোয়েল বললেন, প্রত্যাখ্যাত ওঁর নীতি

অপেক্ষা ছিল। তবে বেশিদিন অপেক্ষা করতে হয়নি। বাঙালি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নোবেল জয়ের ৭২ ঘন্টার মধ্যে তাঁকে বামপন্থী বলে কটাক্ষ করে তাঁর আর্থিকনীতি বস্তাপচা বলতে দ্বিধা করলেন না বিজেপির মন্ত্রী।

বাঙালির নোবেল পাওয়ার পর সর্বদা ট্যুইটে অভ্যস্ত প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া জানাতে চার ঘন্টা লেগে গিয়েছিল। কিন্তু অভিজিৎ ভারতের অর্থনীতির কথা বলতে গিয়ে বারবারই দুর্দশার বিষয় সামনে এনেছেন। বিজেপি যে সেটা ভাল চোখে দেখেনি, তা বলার অপেক্ষা রাখে না। আক্রমণ কবে করা হবে, তার অপেক্ষা ছিল। অপেক্ষা দীর্ঘতর হয়নি। আজ, শুক্রবাদ পুণের এক সভায় কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল সরাসরি নোবেলজয়ীকে আক্রমণ করে বললেন, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় পুরোপুরি বামপন্থী। আর তাঁর ভাবনায় উঠে আসা ‘ন্যায় প্রকল্প’কে সামনে রেখে কংগ্রেস ২০১৯-এর ভোটে নেমেছিল। কংগ্রেসকে প্রত্যাখ্যানের মধ্যে দিয়ে অভিজিতের আর্থিকনীতিকেও যে মানুষ বর্জন করেছেন, তা পরিস্কার। পীযূষের বক্তব্যের পরিপ্রেক্ষিতে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ওনার মুখ দিয়ে এই নামটা বেরিয়ে আসা যথেষ্ট। মানুষ ওনাদের কাছে এর চেয়ে বেশি কিছু আশাও করেন না। কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য বলেন, দেশের গর্বকে নিয়ে এমন কথা বলে আসলে উনি দেশের মানুষের অমর্যাদা করলেন।

আরও পড়ুন – ১০দিন পরে জিয়াগঞ্জে ঘটনাস্থলে ফরেনসিক দল

Previous articleসন্ময়ের গ্রেফতারিতে একসুরে বিরোধিতা বাম-কংগ্রেসের
Next articleস্পনসরশিপ নিয়ে শাহরুখের কেকেআর-কর্তা জেরার মুখে