কলকাতা ও ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ে অজানা কথা বলবে ‘দি অ্যানার্কি’

স্বাধীনতার আগে ব্রিটিশ সাম্রাজ্যে ব্রিটিশদের দাপট বা বলা ভাল ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্ব প্রায় সকলেরই জানা। ইতিহাসের পাতায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই দৌরাত্ম্য লেখা আছে। কীভাবে ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহায্যে কলকাতায় নিজেদের আধিপত্য বিস্তার করেছিল, বা বলা ভাল প্রায় দু’শো বছর আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্যের কাহিনি নিজের লেখনীর মাধ্যমে তুলে ধরেছেন বিশিষ্ট লেখক উইলিয়াম ড্যালরিম্পল। ‘দি অ্যানার্কি ‘, এই বইয়ের মাধ্যমে তিনি তাঁর বিশ্লেষণমূলক ভাবনা তুলে ধরেছেন।

কলকাতায় আরবানার উদ্যোগে এই বইটি প্রকাশিত হয়ে গেল রবিবার। আরবানা হলে উইলিলয়ামের এই বই প্রকাশ অনুষ্ঠান ঘিরে দেখা দিয়েছিল এক উৎসবের মেজাজ। উপস্থিত ছিলেন আরবানার সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট দেবযানী মুখোপাধ্যায়।

নিজের বই তিলোত্তমার বুকে প্রকাশ করতে পেরে খুশি লেখক উইলিয়াম। তিনি বলেন, ‘কলকাতা আমার ভীষণ প্রিয় জায়গা। বিগত কুড়ি বছর ধরে আমি এই বিষয়ে রিসার্চ করেছি। তারই ফল ‘দ্য অ্যানারকি’। আশা করব, আমার আগের বইগুলোর মতো এই বই সকলের মন ছুঁয়ে যাবে।’ সব মিলিয়ে জমে উঠেছিল এই বই প্রকাশ অনুষ্ঠান, তা  বলাই যায়।

Previous articleকাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে সমর্থন তুরস্কের, ক্ষোভে সফর বাতিল নরেন্দ্র মোদির
Next articleকূটনীতির ঊর্ধ্বে মানবিকতার অনন্য নজির, পাক শিশুকন্যার চিকিৎসায় হাত বাড়ালেন গম্ভীর