মিশরে অক্ষত অবস্থায় মিলল নারী, পুরুষ, শিশুদের মমি সমেত ৩০টি কফিন

মিশরে অক্ষত অবস্থায় পাওয়া গেল নারী, পুরুষ, শিশুদের মমি সমেত ৩০টি কফিন। গত এক শতাব্দীতে সব থেকে বেশি কফিন উদ্ধারের ঘটনা এটি। এবার মিশরের লাক্সর শহরে মমিসহ ৩০টি প্রাচীন কাঠের কফিন পাওয়া গিয়েছে। প্রত্যেকটি কফিনের মধ্যে আছে নারী, পুরুষ ও শিশুদের মমি। প্রত্নতাত্ত্বিকবিদরা জানাচ্ছেন, প্রতিটি মমি খুব ভালোভাবে সংরক্ষিত অবস্থায় রয়েছে। এমনকি কফিনের গায়ে থাকা অলঙ্করণ ও নকশাগুলি বিন্দুমাত্র নষ্ট হয়নি।

দেশটির প্রত্নতত্ত্ব বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়েছে, লাক্সরের পশ্চিম প্রান্তে নীল নদের তীরে আল-আসাসিফ সমাধিক্ষেত্রে একসঙ্গে পাওয়া গেছে কাঠের রঙিন কফিনগুলি। কফিনগুলি তিন হাজার বছরের পুরোনো। মিশরের প্রত্নতত্ত্ব বিষয়ক সুপ্রিম কাউন্সিলের প্রধান মোস্তফা ওয়াজিরি বলেছেন,” মমিগুলি নারী, পুরুষ ধর্মগুরু এবং শিশুদের। কফিনের গায়ে উল্লিখিত তারিখ অনুযায়ী, তা ২২তম ফারাওনিক রাজবংশের। এই রাজবংশের সূচনা হয়েছিল খ্রিস্টপূর্ব ১০ম শতাব্দীতে।” তিনি আরও জানান খুঁজে পাওয়া কফিনগুলি মিশরের নতুন গ্র্যান্ড জাদুঘরে রাখা হবে। উল্লেখ্য, কায়রোর বিশ্ববিখ্যাত গিজা পিরামিডগুলির পাশে তৈরি হচ্ছে বিশাল এক জাদুঘর। খুঁজে পাওয়া কফিন গুলি সেখানেই রাখা হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন-বিধানসভা ভোট আপডেট : মহারাষ্ট্রে বিকেল ৩টে পর্যন্ত ভোট পড়েছে ৩৪.২%

 

 

Previous articleনানুরে সংঘর্ষ, গুলিবিদ্ধ মহিলার মৃত্যু
Next articleশামি-উমেশের বোলিং দাপটে হোয়াইটওয়াশ শুধুই সময়ের অপেক্ষা