Sunday, November 16, 2025

অনেকাংশে বাকি স্টল তৈরির কাজ, ময়দানের বাজি মেলাতে বিলম্ব

Date:

Share post:

অনেক টালবাহানার পর ফের কালীপুজো ও দীপাবলীর বাজি বাজার ময়দানে বসতে চলেছে । সেনাবাহিনীর অনুমতি মেলার পর শহিদ মিনার চত্বরে বাজি বাজার বসার কথা ২২ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত। এবার মোট ৪৩টি স্টল বসবে এই মেলায়। কিন্তু ২৪ ঘণ্টা আগে পর্যন্ত যা পরিস্থিতি তাতে মেলা জাকিয়ে বসতে সময় লাগবে আরও অন্তত দুদিন। কারণ, একটিও স্টল এখনও প্রস্তুত হয় নি। প্রস্তুত নয় অস্থায়ী ভাবে বসানো আলোক স্তম্ভ গুলি। ফলে মেলা বসতে কিছুটা বিলম্ব হবে। তবে দিনরাত এক করে যুদ্ধকালীন তৎপরতায় চলছে স্টল তৈরির কাজ।

যদিও স্টল মালিকদের দাবি, বাজি মূলত বেশি বিক্রি হয় ধনতেরাস অর্থাৎ কালীপুজোর আগের দিন। ফলে কেনাকাটার ক্ষেত্রে খুব বেশি সমস্যা হবে না। ময়দানে যে বাজি মেলা ফিরেছে, তাতেই বেশি খুশি তারা।

ময়দানের বেশিরভাগ স্টলেই বাজি আসে চেন্নাইয়ের শিবকাশী থেকে। চাম্পাহাটি বা নুঙ্গি কেন নয়? তাদের দাবি, শিবকাশীর আতস বাজি ভারতসেরা। সেখানকার বাজির মানও অনেক ভালো। বিভিন্ন রকমের বাজি আসে সেখান থেকে, যেটা চাম্পাহাটি বা নুঙ্গিতে তৈরি হয় না। তবে চাম্পাহাটি বা নুঙ্গি থেকেও বাজি আসে কিছু কিছু স্টলে। রকমারি চাইনিজ বাজিও পওয়া যাবে স্টলগুলোতে।

প্রসঙ্গত, গত বছর শহরে কালীপুজোর বাজি বাজার বসেছিল দক্ষিণ কলকাতার বিবেকানন্দ পার্কে। তবে তাতে বেজায় চটেছিলেন বাজি বিক্রেতারা। বাজি ব্যবসায় ৪০ শতাংশ পর্যন্ত ক্ষতিও হয়েছিল বলে জানা যায়। এবারও বাজি মেলা কোথায় হবে তা নিয়ে বেশ কয়েক দফায় বৈঠক হয়। অবশেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ফের ময়দানেই বসবে বাজি বাজার।

গতবছর ময়দানে বাজি মেলায় বাধা হয়ে দাঁড়ায় সেনাবাহিনী। সেনা কর্তৃপক্ষ অনুমতি দিতে দেরি করেন। যার ফলে গত বছরে বাজার বসে নি। এবার সেই জট কেটেছে। ময়দানের শহিদ মিনার চত্বরে সেই পুরোনো জায়গায় ফিরে এসেছে বাজি বাজার।

আরও পড়ুন-শিলিগুড়ির বিজয়া সম্মিলনীতে কী আশ্বাস মুখ্যমন্ত্রীর?

 

spot_img

Related articles

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...