Sunday, November 16, 2025

গাড়ির ডেটা রেকর্ডারে কার কণ্ঠস্বর? তদন্তে ফরেনসিক

Date:

Share post:

নিমতায় দেবাঞ্জন দাস হত্যাকাণ্ডে নয়া মোড়। তদন্তে নেমে নমুনা সংগ্রহের পরে তদন্তকারীদের অনুমান, গাড়ির বাইরে থেকেই গুলি করে খুন করা হয় দেবাঞ্জনকে। তাঁর ডানদিকে জানলার কাচ নামিয়েই প্রিন্সের সঙ্গে কথা বলেন। সেই সময় দুজনের তর্ক বেধে যায়। পুলিশ সূত্রে খবর, উত্তেজনার মধ্যেই দেবাঞ্জনকে লক্ষ্য করে গুলি ছোড়ে অভিযুক্ত। দেবাঞ্জনের দেহের গুলির ক্ষত দেখে ফরেনসিক অধিকারিকদের মত, একটি গুলি লেগেছিল ডান হাতের কবজির উপরে। আরেকটি গলার বাঁদিকে। কিন্তু বাইরে থেকে গুলি চালালে কী করে দেবাঞ্জনের ডান হাতে ও গলার বাঁদিকে গুলি লাগে? সন্দেহ দানা বাঁধে, তাহলে কি গাড়ির ভিতরই ছিল খুনি? কিন্তু গাড়ি পরীক্ষার পরে তদন্তকারীরা সিদ্ধান্তে আসেন, বাইরে থেকেই দেবাঞ্জনকে গুলি করে প্রিন্স।
সম্ভবত, প্রিন্সের সঙ্গে তর্কাতর্কির সময় বিপদ আঁচ করে, গাড়ি স্টার্ট করেন দেবাঞ্জন। সেইসময়ই প্রথম গুলিটি ছোড়ে প্রিন্স। সেটা লাগে দেবাঞ্জনের ডান কবজিতে। তারপরেই দ্বিতীয় গুলিটি ছোড়ে প্রিন্স। সেই দেবাঞ্জন হয়ত মাথা গাড়ির বাইরে বের করেন। আর গুলি লাগে গলার বাঁদিকে। সেখানেই মৃত্যু হয় দেবাঞ্জনের। গুলিবিদ্ধ দেবাঞ্জনকে নিয়ে গাড়ি গিয়ে দেওয়ালে ধাক্কা মারে।

ফরেন্সিক পরীক্ষায় গাড়ির ভয়েস ডেটা রেকর্ডারের তথ্য মেলে। তর্কাতর্কির প্রমাণ মিলেছে সেই রেকর্ডে। মিলেছে একাধিক কণ্ঠস্বরের নমুনা। কিন্তু কণ্ঠস্বর কার? খতিয়ে দেখছে পুলিস। একই সঙ্গে ওই ডেটা রেকর্ডারে গুলি চালানোর শব্দও মিলেছে বলে পুলিশ সূত্রে খবর।

এর পাশাপাশি, সোমবার, সন্দীপ দাস ওরফে নাটা ও অভিজিৎ মণ্ডল ওরফে ভুটু নামে প্রিন্সের আরও ২ বন্ধুকে আটক করেছে পুলিস। তাঁরাই অভিযুক্তকে তারাই আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছিল বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন-প্রেসিডেন্সিতে ছাত্র ভোট ১৪ই

 

spot_img

Related articles

পিচ বিতর্কে ইতি টানলেন গম্ভীর, হারের জন্য কোচের কাঠগড়ায় পন্থ-যশস্বীরাই

টেস্ট ক্রিকেটে ভারতের গম্ভীর সমস্যা অব্যাহত! ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০ রানে পরাজিত ভারত। কলকাতায় আসার পর...

ভিনগ্রহীদের খোঁজে সৌরজগতের সীমান্তে পাঠানো ভয়েজারের আয়ু শেষ! এরপর…

মহাকাশের বুকে ভেসে বেড়াচ্ছে মানুষের পাঠানো মহাকাশ-দূত, দেখা মিলল কি 'তাদের'! এক, দুই, তিন, চার করতে করতে প্রায়...

রামমোহনকে অপমান! নজিরবিহীন পদক্ষেপ দাবি বিজেপির শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে

বাংলায় তথা ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে মনীষীদের পথিকৃৎ হিসাবে দেখা হয়, তার প্রথম সারিতে নাম থাকে বাংলার...

গিলকে নিয়ে মাঠের বাইরে সংঘাত, কেমন আছেন ভারত অধিনায়ক?

পছন্দের পিচ বানিয়েও ইডেনে বুমেরাং হয়েছে ভারতের। হারের হতাশার মধ্যেই একরাশ আতঙ্ক ভারতীয় শিবিরে। কারণ দলের অধিনায়ক শুভমান...