যে বিজেপি তাঁর গায়ে কমিউনিস্ট লেভেল সেঁটে দিতে মরিয়া, সেই কমিউনিস্ট জমানার প্রবল সমালোচনায় নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। আনন্দবাজারের প্রাক্তন সম্পাদক অভীক সরকারকে দেওয়া এক সাক্ষাৎকারে বাম আমলের শিক্ষা ব্যবস্থাকে কার্যত ধুইয়ে দিয়ে স্বেচ্ছ্বাচারী এবং দিশাহীন বলেছেন স্পষ্ট ভাষায়। বলেছেন, “বামপন্থী সরকার শিক্ষাব্যবস্থা নিয়ে কী করেছিল, আমি তা নিজের চোখে দেখেছি। মাস্টারমশাইদের যেখানে খুশি বদলি করে দেওয়া, কলেজের টাকা পয়সা না দেওয়া, আজেবাজে লোককে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করে বসিয়ে দেওয়া… আমার বাবা তো তা নিয়ে সম্পূর্ণ বীতশ্রদ্ধ হয়ে গিয়েছিলেন…” আর এক কদম এগিয়ে কলকাতা তথা রাজ্যের শিক্ষা ব্যবস্থার অধঃপতন প্রসঙ্গে অভিজিৎ বলছেন, ” হতে পারে সরকার ভুলভাল লোককে চাকরি দিয়েছিল। এটাও ঠিক একসময় মুড়ি-মিছরির এক দর হয়ে গিয়েছিল,..”

পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার অবনতির অর্থনৈতিক কারন ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলছেন, স্বর্ণযুগে কলকাতা দেশের অন্যতম সম্পন্ন শহর ছিল। মানুষের হাতে উদ্বৃত্ত ছিল। ফলে স্বাধীন চিন্তা-ভাবনার সামর্থ্য ছিল। সেই অর্থনৈতিক জায়গাটা ক্রমশ হারিয়ে যাওয়ায় তার ছাপ পড়েছে স্বাধীন এবং নতুন কিছু করার প্রবণতায়।… এই ভাবেই বাম আমলের শিক্ষা ব্যবস্থা নিয়ে ছত্রে ছত্রে সমালোচনা।

স্বভাবতই এক নম্বর প্রশ্ন : যে বামেরা তাঁর প্রশংসায় পঞ্চমুখ, এবার তাঁদের বয়ান কী হবে? এবং দ্বিতীয় প্রশ্ন : যে বিজেপির কেন্দ্রীয় থেকে এলাকার নেতারা তাঁকে কমিউনিস্ট বলছেন, এবার তাঁদের উত্তর কী হবে?

আরও পড়ুন-আনুষ্ঠানিকভাবে বোর্ড প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন সৌরভ