কর্নাটকের কংগ্রেস নেতা তথা প্রাক্তন মন্ত্রী ডি কে শিবকুমারের জামিন মঞ্জুর করল দিল্লি হাইকোর্ট। বুধবার 25 লাখ টাকার বন্ডে তিহার জেল থেকে মুক্তি পেলেন তিনি। টাকা পাচারের অভিযোগে গ্রেফতার কার হয়েছিল তাঁকে। জামিন মঞ্জুর করে আদালত বলেছে, শিবকুমারের পালিয়ে যাওয়ার কোনও ঝুঁকি নেই। তার সব কাগজপত্রই তদন্তকারীদের হাতে। 3 সেপ্টেম্বর আয়কর দফতরের অভিযোগের ভিত্তিতে ED তাঁকে গ্রেফতার করে। কংগ্রেসের বক্তব্য, এই মামলা রাজনৈতিক প্রতিহিংসার কারনেই। এদিন সকালেই কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী তিহার জেলে গিয়ে শিবকুমারের সঙ্গে দেখা করেন।

আরও পড়ুন – হাসপাতালে ভর্তি হতেই গ্রেফতার প্রাক্তন দাপুটে বাম মন্ত্রী
