ভিসার মেয়াদ পেরিয়ে যাওয়ায় সৌদি আরবে আটক ২০ জন যুবক

ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সৌদি আরবের জেড্ডায় আটক এ রাজ্যের প্রায় কুড়ি জন যুবক। তাঁদের মধ্যে হুগলির পান্ডুয়ার ৩ জন। গত ৪ বছর ধরে জেড্ডার সোলেমানিয়া জেলার আল মুশালি নামের একটি সোনার গয়না প্রস্তুতকারক সংস্থায় কাজ করছেন এই যুবকরা। সংস্থার হাত বদল হওয়ার পর থেকেই অচলাবস্থার সূত্রপাত। এক হাজার কর্মচারী থেকে বাদ পড়ে কর্মচারীর সংখ্যা দাঁড়ায় আড়াইশো জন। কাজ থাকবে কিনা এই অচলাবস্থার মধ্যেই শেষ হয়ে যায় তাঁদের ভিসার মেয়াদ।

ফলে একপ্রকার গৃহবন্দি হয়ে পড়েন ২০ জন। মালিক থেকে পুলিশ এমনকী ভারতীয় দূতাবাসের সাথেও যোগাযোগ করে লাভ হয়নি। গ্রোফতারির ভয়ে এখন গৃহবন্দি হয়েই দিন কাটাতে হচ্ছে তাঁদের। কাজ বন্ধ হয়ে যাওয়ায় হাতে টাকাও নেই, কোনোরকমে এলাকার কারোর থেকে ফোন করে বিষয়টি বাড়িতে ফোন করে জানান তাঁরা। এরই মধ্যে অন্য সংস্থায় কাজ করা এলাকার আর এক যুবক বাড়ি ফিরে পুরো বিষয়টি জানান। ফলে উদ্বেগ বাড়ছে তাদের বাড়ীর লোকজনের মধ্যে। পরিজনদের আবেদন, সরকার যদি উদ্যোগ নেয় তাহলে হয়ত তাঁদের ছেলেরা বাড়ি ফিরে আসতে পারে।

Previous articleহরিয়ানায় ত্রিশঙ্কুর সম্ভাবনা, ‘কিং মেকার’ দুষ্মন্ত
Next articleদুই রাজ্যের ফল দেখে কী বললেন চিদম্বরম?