পর্যুদস্ত হলেন বিজেপির TikTok তারকা-প্রার্থী সোনালি ফোগত

ভোট প্রচারের সময় তাঁকে ঘিরেই ছিলো সবচেয়ে বেশি কৌতূহল। গুগল সার্চে বিদায়ী মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডার থেকেও বেশি খোঁজ হয়েছিলো তাঁর।

সেই TikTok তারকা সোনালি ফোগত বিপুল ভোটে পরাজিত হলেন হরিয়ানা বিধানসভা নির্বাচনে। ফোগতকে আদমপুর আসন থেকে প্রার্থী করেছিল বিজেপি। কংগ্রেসের কুলদীপ বিশনইয়ের কাছে পরাজিত হয়েছেন সোনালি। গণনার শুরু থেকে লিডে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ভজন লালের ছেলে বিশনই। গুগলের তথ্য অনুযায়ী, 10 সেপ্টেম্বর থেকে 12 অক্টোবর পর্যন্ত সার্চ তালিকায় সবার উপরে ছিলেন এই সোনালি ফোগত। সার্চ রেজাল্ট বলছে, হরিয়ানার ভোটারদের মূল আগ্রহ, সোনালির ব্যক্তিগত তথ্য নিয়েই। যেমন, তাঁর বয়স, জীবন ইত্যাদি। ‘সোনালি ফোগত বয়স’ সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে। তবে সেই সার্চ রেজাল্ট যে ভোট বাক্সে প্রতিফলিত হয়নি, তা স্পষ্ট!

Previous article২০২০-জানুয়ারি থেকেই পঞ্চম ও অষ্টম শ্রেণিতে ফিরছে পাস-ফেল
Next articleহরিয়ানায় বিজেপির দুই কুস্তিগীর-প্রার্থীই হারলেন