ছেলে দুষ্মন্ত উপমুখ্যমন্ত্রী হচ্ছেন ঘোষণা হতেই জেলবন্দি বাবা প্যারোলে মুক্ত!

এই হল রাজনীতির খেলা! ছেলে হরিয়ানায় সরকার গড়তে বিজেপিকে সমর্থনের কথা ঘোষণা করলেন আর তার হাতে গরম ফল পেলেন জেলবন্দি বাবা! জেজেপি নেতা দুষ্মন্ত চৌতালার নাম হরিয়ানার উপমুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা হওয়ার পরই জানা গেল, টানা দু’ সপ্তাহের জন্য তিহার জেল থেকে ছাড়া পাচ্ছেন তাঁর বাবা অজয় চৌতালা। রবিবার দুষ্মন্তের শপথের আগেই তাঁর বাবার প্যারোল-মুক্তি ঘটছে।

হরিয়ানার প্রাক্তন সাংসদ ও বিধায়ক অজয় চৌতালা সেরাজ্যে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হয়ে 10 বছরের কারাদন্ড ভোগ করছেন। একই মামলায় জেল খাটছেন তাঁর বাবা ও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌতালা। দুজনেই এখন তিহার জেলে বন্দি। শোনা যায়, ওমপ্রকাশ ও অজয়ের পরিবারের মধ্যে সম্প্রতি বিবাদ ঘটেছে। যে কারণে ভোটপ্রচারেও দাদু ওমপ্রকাশের নাম না নিয়ে নিজেকে প্রপিতামহ দেবীলালের উত্তরসূরি হিসাবে তুলে ধরেছেন দুষ্মন্ত। ভোটের সময় তীব্র বিজেপি বিরোধী প্রচার করে ভোটের পর এখন বিজেপিকে বাঁচাতে ত্রাতা দুষ্মন্ত। ফলও পেলেন হাতেনাতে। জেল থেকে সাময়িক মুক্ত বাবা অজয় চৌতালা।

Previous articleমোদির দফতরে এক কোটি চিঠি পাঠাবে বঙ্গ-বিজেপি!
Next articleবলে কী বৃদ্ধ! জয়াকে আমি বহুদিন চিনি! বিস্মিত অমিতাভ কী জানলেন?