কঙ্কালীতলায় সতীপীঠে দিনভর আরাধনা

কার্তিক অমাবস্যায় রাজ্য তথা দেশ জুড়ে চলছে শক্তির আরাধনা। বাদ নেই বীরভূমের কঙ্কালীতলাও। সেখানে কালীপুজো উপলক্ষ্যে চলছে বিশেষ পুজো। সঙ্গে যজ্ঞের আয়োজনও করা হয়েছে।

কথিত আছে, কঙ্কালীতলায় সতীর কাঁখাল অর্থাৎ কোমর পড়েছিল। সেই থেকেই এই তীর্থের নাম কঙ্কালীতলা। আবার আরেকটি মত অনুযায়ী, দক্ষযজ্ঞের পর সেখানে দেবী পার্বতীর কঙ্কাল পড়েছিল, সেই থেকেই এই নামকরণ।

আরও পড়ুন – কালীপুজোয় দক্ষিণেশ্বরে ভবতারিণী দর্শন, সঙ্গে স্কাইওয়াক

মূল মন্দিরে কালী প্রতিমার পাশাপাশি মন্দির সংলগ্ন পুকুরের মধ্যেও রয়েছে কিছু শিলাখণ্ড। প্রচলিত বিশ্বাস, এগুলিই সতীর দেহাংশ। ২০ বছরে অন্তর সেগুলি তোলা হয়। পুজোর পরে, আবার যথাস্থানে রেখে দেওয়া হয়।

কালীপুজো উপলক্ষ্য তারাপীঠের পাশাপাশি শনিবার রাত থেকে থেকেই কঙ্কালীতলাতেও ভিড় জমিয়েছেন ভক্তরা। দিনভর বিশেষ পুজো ও ভোগের ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন – ভূত চতুর্দশীর রাত থেকেই জমাজমাট তারাপীঠ