নয়া ইতিহাসের সামনে ভারতের জুটি। ব্যাডমিন্টনের ফরাসি ওপেনে সাত্ত্বিক সাইরাজ ও চিরাগ শেট্টির ডাবলস জুটি উঠল ফাইনালে। হারালেন জাপানের জুটিকে ২৫-১১,২৫-২৩ পয়েন্টে। এই প্রথম বিশ্ব ব্যাডমিন্টনের ওয়ার্ল্ড ট্যুর-৭৫০ -এর ফাইনালে পৌঁছল কোনও ভারতীয় জুটি। তাদের সামনে ইন্দোনেশিয়ার শীর্ষ বাছাই জিডিয়ন ও কেভিন জুটি। ১৯৮৩ সালে শেষবার ফরাসি ওপেনের ডবলস খেতাব জেতেন পার্থ গঙ্গোপাধ্যায় ও বিক্রম সিং। তারপর এ-ই প্রথম।

সাত্ত্বিক চিরাগ এখন বিশ্ব তালিকায় ১১ নম্বরে। এবার প্রথম দশে ঢোকা শুধু অপেক্ষার। ওলিম্পিকে যোগ্যতা অর্জনের পথেও তারা এক কদম এগিয়ে গেল।

আরও পড়ুন – ‘শতবর্ষে ইস্টবেঙ্গল’ – তরুণ সংঘের পুজোয় গিয়ে আপ্লুত শীর্ষকর্তা
