Saturday, December 27, 2025

মান্নানের চিঠি উড়িয়ে কং-বাম সমঝোতা চূড়ান্ত

Date:

Share post:

বিরোধী দলনেতা আব্দুল মান্নান খড়গপুর আসনে তৃণমূলকে সমর্থনের প্রস্তাব দিয়ে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে যে চিঠি দিয়েছেন, বাম-কংগ্রেস নেতারা তা কার্যত উড়িয়েই দিলেন। মঙ্গলবার সন্ধ্যায় বামফ্রন্টের বৈঠকে RSP-র তরফে মান্নানের ওই চিঠির প্রসঙ্গ তুলে কংগ্রেসের মনোভাব নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়। মান্নানের চিঠিতে বলা হয়েছে কালিয়াগঞ্জ ও করিমপুরে বাম-কংগ্রেস সমঝোতার পাশাপাশি খড়গপুর আসনে তৃণমূলকে সমর্থন করুক কংগ্রেস। সূত্রের খবর, ফ্রন্টের অন্য নেতারা মান্নানের এই চিঠিকে আদৌ গুরুত্ব দিতে চাননি। উল্টে তাঁদের যুক্তি, বাম ও কংগ্রেসের সমঝোতা যাতে না হতে পারে এবং যাতে অবিশ্বাস তৈরি হয়, সেজন্য বিজেপি বা তৃণমূল ‘ফাঁদ’ পেতে থাকতে পারে। সেই ফাঁদে পা দেওয়া যাবেনা।
রাজ্যে আসন্ন 3 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বাম-কংগ্রেস এক হয়ে লড়াইয়ের সিদ্ধান্ত অনুমোদন করলো আলিমুদ্দিন। আজ, বুধবার বা কাল, বৃহস্পতিবারের মধ্যেই কংগ্রেসের সঙ্গে বৈঠকে বসে পরবর্তী পদক্ষেপ চূড়ান্ত হতে চলেছে।
যৌথ সাংবাদিক সন্মেলন করে তিন কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণার পাশাপাশি পথে নেমে আন্দোলনের যৌথ মঞ্চ গড়া নিয়েও সিদ্ধান্ত হবে এই বৈঠকে।

2016-র বিধানসভা ভোটে কংগ্রেস ও বামেদের আসন সমঝোতা হয়েছিলো। কিন্তু বামফ্রন্ট নেতৃত্বের সঙ্গে কংগ্রেসের কোনও সরাসরি বৈঠক হয়নি। আলিমুদ্দিন এ বার এই বৈঠকে শরিক দলের নেতাদের নিয়েই বসতে চায় আলিমুদ্দিন। মঙ্গলবার সন্ধ্যায় বামফ্রন্টের বৈঠকে ঠিক হয়েছে, তিন কেন্দ্রের উপনির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে আজই।এদিনের বৈঠকে কালিয়াগঞ্জ ও খড়গপুর সদর আসন কংগ্রেসকে ছেড়ে করিমপুরে তারা লড়বে, সমঝোতার এই ফর্মূলাই এ দিন বামফ্রন্টের সিলমোহর পেয়েছে।

ওদিকে, বিধান ভবনে প্রদেশ কংগ্রেসের নির্বাচন কমিটির বৈঠক ডাকা হয়েছে কাল, বৃহস্পতিবার। সেখানেই কালিয়াগঞ্জ ও খড়গপুরের দুই প্রার্থীর নাম ঠিক হবে।

আরও পড়ুন-বুকের উপর বসে দুই ওঝার ঝাড়ফুঁক, শ্বাসকষ্টে মৃত ব্যক্তি

 

spot_img

Related articles

চোট কাটিয়ে নেটে ছন্দে শ্রেয়স, কবে ফিরছেন জাতীয় দলে?

নতুন বছরের শুরুতেই ২২ গজে ফিরছেন শ্রেয়স আইয়ার!(Shreyas Iyer ) চোট সারিয়ে দ্রুত ২২ গজে ফিরতে জোরকদমে প্রস্তুতি...

৩৫-এ হৃদরোগ! চলে গেলেন মোহনবাগানের সুখেন

মাত্র ৩৫ বছরেই প্রয়াত হলেন মোহানবাগানের প্রাক্তন ডিফেন্ডার সুখেন দে। কলকাতা ফুটবলের পরিচিত মুখ সুখেন শুক্রবারও তাঁর কর্মক্ষেত্রে...

‘এরা বিজেপি নয়’! চিকেন প্যাটিস-কাণ্ডে শুভেন্দুর বরণ করা হামলাকারীদের তোপ অভিজিতের

ময়দানে চিকেন প্যাটিস বিতর্ক বঙ্গ বিজেপিকে এক ধাপ পিছিয়ে দিয়েছে। তবে সেই চিকেন প্যাটিস বিতর্ক নতুন করে যে...

খালেদা-পুত্র তারেকের হাতেই কি বাংলাদেশের ভবিষ্যতের চাবি? কোন পথে সমর্থন

কী হবে বাংলাদেশের (Bangladesh) ভবিষ্যৎ? খালেদা-পুত্র তারেক রহমানই (Tarek Rahman) কি আগামী প্রধানমন্ত্রী? এখন এই জল্পনাই এশিয়ার রাজনৈতিক...