‘কোনও বাঙালি মারা যায়নি’ বললেন দিলীপ

জম্মু-কাশ্মীরের কুলগামে জঙ্গিদের হাতে নিহত মুর্শিদাবাদের পাঁচ শ্রমিক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ কাশ্মীরের কুলগামে। মঙ্গলবার রাত ৮টা নাগাদ কাশ্মীরের কুলগামের কাটারসুতে ৫ শ্রমিককে গুলি করে হত্যা করে জঙ্গিরা। জঙ্গিদের গুলিতে গুরুতর আহত হয়ে ১ শ্রমিক চিকিৎসাধীন। কাশ্মীরে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সফরের দিনই এই ঘটনায় দেশ জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। প্রশ্ন উঠেছে কাশ্মীরে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে। এরই মধ্যে খড়গপুরে দাঁড়িয়ে এক সাংবাদিকের উত্তরে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বললেন, ‘কোনও বাঙালি মারা যায়নি। যাঁরা মারা গিয়েছেন তাঁরা শ্রমিক। ওখানে আরও অনেকে মারা গিয়েছে। পাকিস্তানের মদতে সেখানে উগ্রপন্থা চলছে। আমাদের সেনা ও সরকার কাজ করছে। আশা করি দ্রুত সমস্যার সমাধান হবে।’

আরও পড়ুন-হরিয়ানায় বিজেপিকে সমর্থনের বিনিময়ে সবাই চাইছে মন্ত্রিত্ব!

 

Previous articleহরিয়ানায় বিজেপিকে সমর্থনের বিনিময়ে সবাই চাইছে মন্ত্রিত্ব!
Next articleEXCLUSIVE: অন্য জেলে মির্জাকে স্থানান্তরের আবেদন তাঁর আইনজীবীদের