মোক্ষম পরামর্শটি ছিল পার্থ চট্টোপাধ্যায়ের। আগের দিন বৈশাখী তাঁর বাড়ি এলে তিনিই নাকি বলে দেন জল বেশি ঘোলা করে লাভ নেই। সামনেই ভাইফোঁটা। শোভন সটান দিদির বাড়ি চলে যান। সূত্রের খবর, নেত্রীকেও বলে রেখেছিলেন পার্থ। সেইমতই শোভন সটান পৌঁছে যান। আপাতত শোভনের কাছে বিজেপি অতীত হয়ে যেতে চলেছে।
