এবার রত্না কী বলবেন, সামলাতে ব্যস্ত তৃণমূল

শোভন-বৈশাখী সটান নেত্রীর কাছে? এটা কীভাবে নেবেন রত্না চট্টোপাধ্যায়? এনিয়ে তৃণমূলে চিন্তা। নেত্রী পার্থবাবুকে দায়িত্ব দিয়েছেন সামলানোর। রত্নাকে বলা হচ্ছে, একটি বিশেষ জরুরি কৌশলগত কারণে এখন শোভনকে দলের কাছাকাছি রাখা দরকার। পরে বিষয়টি খতিয়ে দেখা হবে। রত্নার কোনো অসম্মান হবে না। মধ্যস্থরা রত্নার সঙ্গে কথা চালাচ্ছে। শোভন বিজেপি যোগদানের সময় রত্নাই কার্যত দলের পক্ষ নিয়ে শোভন-বৈশাখীকে তুলোধনা করেছিলেন। এখন স্বভাবতই তিনি একটু গম্ভীর।

আরও পড়ুন-সিবিআই জেরার পরেই কেন তৃণমূলমুখী শোভন?

 

Previous articleসিবিআই জেরার পরেই কেন তৃণমূলমুখী শোভন?
Next articleখুলে গেল রাজ্যের সব জেলা আদালত