দিল্লির দূষণ নিয়ে সরগরম ক্রিকেটমহলও। কারণ, আর মাত্র দু’দিন পর রাজধানীর বুকেই সিরিজের প্রথম টি-২০ ম্যাচ খেলতে নামার কথা ভারত ও বাংলাদেশের। কিন্তু ক্রিকেটমহলের একাংশের মত, এই দূষণে খেলা সম্ভব নয়। সেই মতে সুর মিলিয়েছেন গৌতম গম্ভীরও। কিন্তু পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী প্রথম ম্যাচ দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামেই হবে বলে জানিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার এমন কথাই ঘোষণা করেছেন সৌরভ।

দীপাবলির আগে থেকেই লাফিয়ে লাফিয়ে রাজধানীতে বেড়েছে বায়ু দূষণের মাত্রা। তাই রবিবাসরীয় এই ম্যাচ অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন পরিবেশ বিশেষজ্ঞরাও। কিন্তু তাও মহারাজ নিজের সিদ্ধান্তে অনড়। তাই রবিবার যদি দূষণের মাত্রা বাড়েও তাও অরুণ জেটলি স্টেডিয়ামেই ম্যাচ হবে। এখন দেখা যাক, প্রকৃতির সঙ্গে লড়ে কীভাবে দুই দেশ ম্যাচ খেলে।


আরও পড়ুন – ভক্তদের আবদার মেটালেন মহারাজ
