সুপ্রিম কোর্টের নির্দেশ মানি না! সাফ বলে দিল সেনাবাহিনী!

সুপ্রিম কোর্টের নির্দেশ মানি না, বলে দিল সেনাবাহিনী। সুপ্রিম কোর্ট পরিস্কার নির্দেশ দিয়েছে সমকামিতা ও পরকীয়া শাস্তিযোগ্য অপরাধ নয়। কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে পাল্টা বলা হল, বাহিনীর শৃঙ্খলা বজায় রাখার জন্য সমকামিতা ও পরকীয়াকে ভারতীয় সেনাবাহিনী শাস্তিযোগ্য অপরাধ বলেই মনে করবে। সুপ্রিম কোর্টকে সেনাবাহিনীর পরামর্শ, এই নির্দেশ নিয়ে শীর্ষ আদালতের নতুন করে ভাবা উচিত!

ভারতীয় সেনাবাহিনীর সামরিক অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল অশ্বিনী কুমার বলেন আইন হিসাবে এটি হয়তো ঠিক, কিন্তু নীতিগতভাবে ভুল। দেশের শীর্ষ আদালত যদি কোনও সিদ্ধান্ত নেয়, তাহলে সব নাগরিক তা মানতে বাধ্য। কিন্তু সঠিক নাও হতে পারে। পুরো বিষয়টি আমরা সেনাবাহিনীর মধ্যে পর্যালোচনা করেছি। সেনাবাহিনীতে এ ধরণের ঘটনা ঘটলে আইনত ব্যবস্থা নিতেই হয়। সুপ্রিম কোর্টের নির্দেশ-এর কারনে আমরা আইনের ৪৫ নম্বর ধারার পরিবর্তে এখন থেকে ৪৬ নম্বর ধারায় বিচার করব। আমরা পরিষ্কার জানিয়ে দিতে চাই জওয়ানদের মধ্যে কোনও দুর্নীতি, শৃঙ্খলাভঙ্গ বরদাস্ত করব না। ইতিমধ্যে কয়েকজন অফিসারকে এই আইনে শাস্তিও দেওয়া হয়েছে। কারন সেনাবাহিনীতে সমকামিতা এবং পরকীয়া সামাজিক অবক্ষয়ের প্রতীক হিসেবেই ধরা হয়, হবে। তাই এই ধরনের কোনও ঘটনা ঘটলে আমরা সেনা আইনেই তার বিচার করব। কারণ সেই আইন তৈরির সমযয়ে এই ধরনের কোনও ঘটনা ঘটত না। তাই আইনেও উঠে আসেনি। পরবর্তীকালে এই দুই ঘটনাকে অপরাধ হিসেবে গণ্য করে আইন করা হয়েছে।

সেনাবাহিনী কী সুপ্রিম কোর্টের উপরে? দেশের সর্বোচ্চ আদালত এরপর কী জবাব দেয় সেটাই দেখার।

আরও পড়ুন – জলদাপাড়া অভয়ারণ্যে ফের চোরাশিকারির থাবা, খুন পূর্ণবয়স্ক গন্ডার

Previous articleযাত্রী পরিষেবায় এবার অ্যাপ-বাস
Next article‘দিল্লি যেন গ্যাস চেম্বার’, পড়শি ২ রাজ্যেকে দুষলেন কেজরিওয়াল