কাশ্মীরে বাঙালি শ্রমিক হত্যাকাণ্ডের প্রতিবাদে মোমবাতি মিছিল : পার্থ

কাশ্মীরে যেভাবে বাংলার শ্রমিকদের হত্যা করা হয়েছে, এই বিষয়ে তৃণমূল ধিক্কার জানিয়েছে। তদন্তের দাবি করা হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, যুব তৃণমূল সদস্যরা বিড়লা তারামন্ডল থেকে গান্ধীমূর্তি পর্যন্ত মোমবাতি মিছিল করবে। সবস্তরের কর্মীরা অংশ নেবে এই মিছিলে। শ্রমিক হত্যাকাণ্ড ঘটনায় ব্লকে ব্লকে প্রতিবাদ সভা করা হবে। এর জন্য দলের নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে।

এবং আগামী ৫ নভেম্বর সকাল ১১ টায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা হবে। সমস্ত সরকারি এবং সরকার প্রসূত কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক-অধ্যাপিকাদের আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উৎসবের পর সবাইকে আমন্ত্রণ করা হয়েছে। এটি সরকারের প্রীতি বৈঠক। শিক্ষা দফতরের তরফ থেকে আমন্ত্রন জানানো হয়েছে। এবং ২০ নভেম্বর পার্শ্ব শিক্ষকদের একটি সভা ডাকা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

আরও পড়ুন-টালা ব্রিজ পরিদর্শন, ১৫দিনের মধ্যে রিপোর্ট নবান্নে

 

Previous articleটালা ব্রিজ পরিদর্শন, ১৫দিনের মধ্যে রিপোর্ট নবান্নে
Next articleদিলীপ গড়েই অস্বস্তিতে গেরুয়া শিবির