টালা ব্রিজ পরিদর্শন, ১৫দিনের মধ্যে রিপোর্ট নবান্নে

টালা ব্রিজ ভাঙার সিদ্ধান্তে সিলমোহর পড়ে গিয়েছে শুক্রবারই। কবে থেকে ভাঙার কাজ শুরু হবে, সেটি ঠিক করতে, শনিবার সকালেই পরিদর্শন করে কেএমডিএ, রেল, পূর্ত ও পরিবহন দফতর। ছিল কলকাতা ট্রাফিক পুলিসও। ১৫ দিনের মধ্যেই নবান্নে রিপোর্ট জমা দেওয়া হবে। তারপরই টালা ব্রিজ ভাঙার দিনক্ষণ জানা যাবে।
চিৎপুরের দিকে রেললাইনের উপর দিয়ে ব্রিজের যে অংশ গিয়েছে সেইসব জায়গায় ঘুরে দেখা হয়। খতিয়ে দেখা হয় টালা ব্রিজের পরিস্থিতি। জানুয়ারিতে ব্রিজ ভাঙা হলে কোন পথে গাড়ি ঘোরান হবে সেই বিষয়েও আলোচনা করেন বিভিন্ন দফতরের আধিকারিকরা।

আরও পড়ুন-পরিসংখ্যান বলছে এগিয়ে ভারত

 

Previous articleপরিসংখ্যান বলছে এগিয়ে ভারত
Next articleকাশ্মীরে বাঙালি শ্রমিক হত্যাকাণ্ডের প্রতিবাদে মোমবাতি মিছিল : পার্থ