স্বাস্থ্য-রাজনীতি: রাজ্যপালের অভিযোগের জবাব দিলেন চন্দ্রিমা

স্বাস্থ্য নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে রাজনীতর অভিযোগ করেছিলেন রাজ্যপাল। অভিযোগ ছিল ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প ভারত সেরা হলেও রাজ্য সরকার কেন তার বাস্তবায়ন করছে না! এতে তো মানুষেরই উপকার হবে। তার পাল্টা জবাব মুখ্যমন্ত্রী নয়, দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর জবাব, রাজ্য সরকারের ‘স্বাস্থ্য সাথী’ প্রকল্প রয়েছে। এই প্রকল্পের সবচেয়ে বড় সুবিধা পরিষেবা দেওয়া হয় বিনামূল্যে। আর আয়ুষ্মান ভারত প্রকল্পে ৩০ টাকা করে দিতে হয়। অন্যদিকে স্বাস্থ্য সাথী প্রকল্পে নাম লিখিয়ে পাওয়ার জন্য দিন তিনেকই যথেষ্ট। কিন্তু কেন্দ্রের প্রকল্পে সময় লেগে যায় বেশ কিছুদিন। ফলে রাজ্য সরকার মনে করেছে নতুন করে কেন্দ্রের প্রকল্প আনার প্রয়োজন নেই। স্বাস্থ্য সাথী প্রকল্প রাজ্যের জন্য যথাযথ।

Previous articleশনিবারই অযোধ্যা মামলার রায় ঘোষণা
Next articleবিশিষ্টজনদের শ্রদ্ধাজ্ঞাপনে শেষকৃত্য সম্পন্ন অঞ্জন মিত্রের