শিশুমৃত্যুতে ৩ চিকিৎসকের লাইসেন্স বাতিল

চিকিৎসার গাফিলতিতে কুহেলি চক্রবর্তীর মৃত্যু ঘটনায় ৩ ডাক্তারের লাইসেন্স ৩মাসের জন্য বাতিল করল মেডিক্যাল কাউন্সিল।
চারমাসের কুহেলি চক্রবর্তীকে ২০১৭-র ১৪ এপ্রিল ইএসআই হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে কোলোনোস্কপির জন্য তাকে বাইপাসের ধারের ওই বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। কোলোনোস্কোপির সময়ই ১৯ এপ্রিল সেখানেই মৃত্যু হয় ছোট্ট কুহেলির। হাসপাতালের গাফিলতিতেই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ করে শিশুর পরিবার।

স্বাস্থ্য কমিশনের দ্বারস্থ হন কুহেলির বাবা অভিজিৎ চক্রবর্তী ও মা শালু চক্রবর্তী। আড়াই বছর লড়াইয়ের পরে ডাক্তার সঞ্জয় মাহাওয়ার, বৈশালী শ্রীবাস্তব ও সুভাষচন্দ্র তিওয়ারি-র লাইসেন্স ৩মাসের জন্য বাতিল করে মেডিক্যাল কাউন্সিল। তবে, এই সিদ্ধান্তে খুশি নয় কুহেলির পরিবার। অভিজিৎ চক্রবর্তীর মতে, এটা শাস্তি নয়, তিন ডাক্তারকে ছুটি কাটাতে পাঠানো হয়েছে। এর বিরুদ্ধে তিনি ফের আদালতের দ্বারস্থ হবেন বলে জানান। তবে, এই বিষয়ে সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন-মগডালে রোগী! নামাতে নাজেহাল পুলিশ, দমকল

 

Previous articleগান্ধি পরিবারের এসপিজি নিরাপত্তা তুলে নেওয়া হলো
Next articleসাংসদ তহবিলের অর্থে দিনহাটায় স্কুল সম্প্রসারণ, উদ্বোধনে কুণাল