Sunday, December 28, 2025

অঞ্জন মিত্রকে শেষ শ্রদ্ধা বিশিষ্টজনদের

Date:

Share post:

প্রয়াত মোহনবাগানের প্রাক্তন সচিব অঞ্জন মিত্র। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 70। বিগত 23 বছর ধরে প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে এসেছেন তিনি। কিন্তু শারীরিক অসুস্থতা পিছু ছাড়েনি তাঁর। তাই রোগজনিত কারণে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। গত বেশ কয়েকদিন ধরে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। সেখানে শুক্রবার ভোর তিনটে 10 মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অঞ্জন মিত্র। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মোহনবাগান সহ বাংলার ফুটবলমহলে।

বেলা বারোটা নাগাদ মোহনবাগান তাঁবুতে নিয়ে আসা হয় অঞ্জন মিত্রের মরদেহ। সেখানে তাঁকে একে একে শ্রদ্ধা জানান বাগান সেক্রেটারি সৃঞ্জয় বসু থেকে শুরু করে প্রাক্তন ফুটবলার ব্যারেটো। এমনকী কোন রাজনীতিবিদদেরও খামতি ছিল না এখানে। মেয়র পারিষদ দেবাসিশ কুমার, ডেপুটি মেয়র অতীন ঘোষ, মন্ত্রী সুব্রত মুখার্জি, অরূপ বিশ্বাস থেকে শুরু করে বিশিষ্টজনেরা একে একে এসে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

আসেন সিএবি সচিব অভিষেক ডালমিয়াও। অভিষেকের কথায় উঠে আসে ক্রীড়া জগতের অপূরণীয় ক্ষতির কথা। তিনি বলেন, ‘অঞ্জন মিত্র ক্রীড়াজগতে অনেক উন্নতি করেছেন। তাঁর মৃত্যু নিঃসন্দেহে ক্রীড়া জগতের এক অপূরণীয় ক্ষতি। আমি তাঁর পরিবারের সকলকে সমবেদনা জানাচ্ছি।’

মেয়র পারিষদ দেবাসিশ কুমার বলেন, ‘অঞ্জন মিত্র বাংলা ফুটবল জগতের একটা নাম। আমি তাঁর আত্মার শান্তি কামনা করছি। আমার সঙ্গে তাঁর সম্পর্ক অনেক দিনের।’

দুঃখ প্রকাশ করলেন এসএফআই নেতা শতরূপ ঘোষ। তিনি জানান, মূলত অঞ্জন মিত্রের হাত ধরেই তাঁর মোহনবাগান সদস্য হওয়া।

এছাড়াও শ্রদ্ধা জ্ঞাপন করেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, মেয়র পরিষদ দেবাসিশ কুমার সহ বিশিষ্টজনেরা। প্রসঙ্গত, বিকেল সাড়ে তিনটে নাগাদ কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে প্রাক্তন বাগান সচিবের।

আরও পড়ুন-নবনীতার প্রাণশক্তির কথা স্মরণ বন্ধু, অনুজদের

 

spot_img

Related articles

অপরিকল্পিত এসআইআরের (SIR)জন্য আর কত মৃত্যু দেখতে হবে, বিজেপি সরকারের নির্দেশে কাজ করা নির্বাচন কমিশনকে (ECI) প্রশ্ন করছে...

SIR থেকে ডিটেনশন ক্যাম্পে! অনন্ত মহারাজ বিজেপি-বিরোধিতা করুন, দাবি তৃণমূলের

এসআইআর প্রক্রিয়া চালু করে আদতে বিজেপি সাধারণ মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দিতে চাইছে, এমন আশঙ্কা বাংলার শাসকদল...

মুখ্যমন্ত্রীর নাম-ছবি ব্যবহার করে ভুয়ো ‘সরকারি বিজ্ঞাপন’! সতর্কবার্তা রাজ্য পুলিশের

হুবহু সরকারি বিজ্ঞাপনের মতো, আছে রাজ্যের মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) নাম ছবি সব কিছু। কিন্তু পা দিলেই বিপদ! কি...

নিরাপত্তা রক্ষীকে মারধরের অভিযোগে আটক হুমায়ুন-পুত্র: SP অফিস ঘেরাওয়ের হুমকি

ফের খবরের শিরোনাম হুমায়ুন কবীর। তবে এবার রাজনৈতিক কারণে নয়। স্রেফ ছেলের দাদাগিরির কারণে। পুলিশের নিরাপত্তা কর্মীকে মারধরের...