Thursday, November 13, 2025

অঞ্জন মিত্রকে শেষ শ্রদ্ধা বিশিষ্টজনদের

Date:

Share post:

প্রয়াত মোহনবাগানের প্রাক্তন সচিব অঞ্জন মিত্র। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 70। বিগত 23 বছর ধরে প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে এসেছেন তিনি। কিন্তু শারীরিক অসুস্থতা পিছু ছাড়েনি তাঁর। তাই রোগজনিত কারণে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। গত বেশ কয়েকদিন ধরে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। সেখানে শুক্রবার ভোর তিনটে 10 মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অঞ্জন মিত্র। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মোহনবাগান সহ বাংলার ফুটবলমহলে।

বেলা বারোটা নাগাদ মোহনবাগান তাঁবুতে নিয়ে আসা হয় অঞ্জন মিত্রের মরদেহ। সেখানে তাঁকে একে একে শ্রদ্ধা জানান বাগান সেক্রেটারি সৃঞ্জয় বসু থেকে শুরু করে প্রাক্তন ফুটবলার ব্যারেটো। এমনকী কোন রাজনীতিবিদদেরও খামতি ছিল না এখানে। মেয়র পারিষদ দেবাসিশ কুমার, ডেপুটি মেয়র অতীন ঘোষ, মন্ত্রী সুব্রত মুখার্জি, অরূপ বিশ্বাস থেকে শুরু করে বিশিষ্টজনেরা একে একে এসে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

আসেন সিএবি সচিব অভিষেক ডালমিয়াও। অভিষেকের কথায় উঠে আসে ক্রীড়া জগতের অপূরণীয় ক্ষতির কথা। তিনি বলেন, ‘অঞ্জন মিত্র ক্রীড়াজগতে অনেক উন্নতি করেছেন। তাঁর মৃত্যু নিঃসন্দেহে ক্রীড়া জগতের এক অপূরণীয় ক্ষতি। আমি তাঁর পরিবারের সকলকে সমবেদনা জানাচ্ছি।’

মেয়র পারিষদ দেবাসিশ কুমার বলেন, ‘অঞ্জন মিত্র বাংলা ফুটবল জগতের একটা নাম। আমি তাঁর আত্মার শান্তি কামনা করছি। আমার সঙ্গে তাঁর সম্পর্ক অনেক দিনের।’

দুঃখ প্রকাশ করলেন এসএফআই নেতা শতরূপ ঘোষ। তিনি জানান, মূলত অঞ্জন মিত্রের হাত ধরেই তাঁর মোহনবাগান সদস্য হওয়া।

এছাড়াও শ্রদ্ধা জ্ঞাপন করেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, মেয়র পরিষদ দেবাসিশ কুমার সহ বিশিষ্টজনেরা। প্রসঙ্গত, বিকেল সাড়ে তিনটে নাগাদ কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে প্রাক্তন বাগান সচিবের।

আরও পড়ুন-নবনীতার প্রাণশক্তির কথা স্মরণ বন্ধু, অনুজদের

 

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...