ডেঙ্গু আক্রান্ত প্রায় ৪৫ হাজার, যুদ্ধকালীন তৎপরতা প্রশাসনে

ডেঙ্গি ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে রাজ্যে। ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা ৪৫ হাজারে পৌঁছেছে। অক্টোবরের আক্রান্তের সংখ্যা যা ছিল তা বেড়ে এক মাসে দ্বিগুণ হয়েছে। ইতিমধ্যে স্বাস্থ্য কর্তাদের সঙ্গে কলকাতা দুই চব্বিশ পরগনা এবং হুগলি পুরসভার বৈঠক হয়েছে। নতুন করে হাওড়া এবং হুগলিতে ডেঙ্গু ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন স্বাস্থ্যকর্তারা। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে পর্ণশ্রী, পিকনিক গার্ডেন, ধাপা তিলজলা এলাকা, উত্তর ২৪ পরগনার বনগাঁ চৌবেড়িয়াতে, নৈহাটিতে গরিফা, হাজিনগরে এবং খড়দহে রহড়া। এছাড়া রিষড়া পুরসভা, হাওড়ার ডোমজুড়, বাঁকড়া এলাকাতে দ্রুত ছড়াচ্ছে ডেঙ্গি। স্বাস্থ্য কর্তারা এলাকায় জঞ্জাল সাফাই, বাড়ি বাড়ি পরিদর্শন এবং লার্ভা নিধনে জোর দিয়েছেন। আগামী বছরে যাতে এই পরিস্থিতির মুখোমুখি হতে না হয়, তার জন্য মুখ্যসচিব এখন থেকে একটি রূপরেখা তৈরি করেছেন। সেই লক্ষ্যেই কাজ করছে রাজ্য সরকার।

Previous articleআহতদের পাশে দাঁড়াতে প্রস্তুত বাঙ্গুরের স্বাস্থ্যকর্মীরা
Next articleচলচ্চিত্র উৎসবের জন্য ভিডিও বার্তা পাঠাচ্ছেন অমিতাভ