বাংলায় ফের উঁকি দিচ্ছে পৃথক রাজ্যের দাবি

ফের পৃথক গোর্খাল্যান্ডের দাবি উঠল রাজ্যে। ন্যাশনাল গোর্খাল্যান্ড কমিটি নামে একটি অরাজনৈতিক সংগঠন এই দাবি তুলেছে। এনজিসির সম্পাদক মনীশ তামাং এ কথা স্বীকার করেছেন। মনীশ জানান, সম্প্রতি তাদের একটি বৈঠক হয়। সেখানে তিন দফা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমত পশ্চিমবঙ্গ থেকে বিচ্ছিন্ন হতে এনডিএ সরকার প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করা হয়নি। দ্বিতীয় প্রস্তাবে বলা হয়েছে এই দাবির সাংবিধানিক সমাধান করতে হবে। তৃতীয়ত গোর্খাল্যান্ডের সমস্যার সমাধান করতে দরকার রাজনৈতিক ইচ্ছাশক্তির। জম্মু-কাশ্মীরের ক্ষেত্রে যেভাবে ইতিবাচক ভূমিকে দেখানো হয়েছে, তা এক্ষেত্রেও দেখাতে হবে। এ ব্যাপারে মুখ্যমন্ত্রীরও সাহায্য চাওয়া হবে। কমিটির দাবি, দার্জিলিং কখনওই পশ্চিমবঙ্গে ছিলনা। দাবি জোরদার করতে সমাজের বিভিন্ন অংশের মানুষকে নিয়ে এনজিসি ১৪ সদস্যের কমিটি তৈরি করেছে।