ফের ভয়াবহ দিল্লির দূষণ, প্রাণহানির শঙ্কাও ওড়ানো যাচ্ছেনা

বুধবার দিল্লি ও রাজধানী সংলগ্ন এলাকায় দূষণ এমন পর্যায়ে পৌঁছেছে যে এর জন্য জনস্বাস্থ্যের জরুরি অবস্থা ঘোষণার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। কার্যত গ্যাস চেম্বারের মতো অবস্থা দিল্লির। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল ব্যুরোর রিপোর্ট বলছে, সকাল ছ’য়টায় দিল্লির লোধি রোডে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ৫০০ এবং নয়ডায় ৪৭২। মঙ্গলবার রাতে যা ছিল বুধবার তা আরও বেড়ে যায়। ঘন ধোঁয়ার আস্তরণ পড়ে যায় গোটা রাজধানীতে। এই পরিস্থিতির ফলে ফুসফুসে বড় ধরনের ক্ষতি হতে পারে। রয়েছে ৩৩৭ মাইক্রোগ্রাম প্রতি কিউবিক মিটা। যেখানে ৩০০ থাকলেই বিপদজনক।

এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অনুযায়ী ২০১-৩০০ হলে খারাপ। ৩০১-৪০০ হলে খুব খারাপ। ৫০০ হলে মারাত্মক। ৫০০-র বেশি হলে প্রাণহানির শঙ্কা থাকে। দিল্লি ৫০০ ছাড়িয়ে গিয়েছে। ফলে দিল্লির জুড়ে এখন আশঙ্কার কালোমেঘ।

Previous articleবসিরহাটে বুলবুল বিধ্বস্ত এলাকায় মুখ্যমন্ত্রী, দক্ষিণে বাবুল
Next articleনৃশংসভাবে মারা হল একটি গর্ভবতী বিড়ালকে, তারপর যা হল