বসিরহাটে বুলবুল বিধ্বস্ত এলাকায় মুখ্যমন্ত্রী, দক্ষিণে বাবুল

একদিকে মুখ্যমন্ত্রী যখন আজ, বুধবার উত্তর ২৪পরগণায় বুলবুল বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন, তখন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় যাচ্ছেন দক্ষিণ ২৪ পরগনার ঝড়-বিধ্বস্ত এলাকায়। কেন্দ্রীয় মন্ত্রীর সফর নিয়ে তৃণমূল-বিজেপির তরজা তুঙ্গে। তৃণমূলের বক্তব্য, মুখ্যমন্ত্রী যা করার করছেন। সফর বাতিল করে তিনি ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকায় মানুষের পাশে রয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রীর সফর লোক দেখানো। আর বাবুল বলেছেন এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। প্রধানমন্ত্রীর নির্দেশেই তিনি ওই এলাকায় যাচ্ছেন। কেন্দ্র সব রকমের সাহায্যের হাত বাড়িয়ে দেবে।

উত্তর ২৪পরগনার বসিরহাটে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধ্বস্ত এলাকা সরেজমিনে ঘুরে দেখবেন মুখ্যমন্ত্রী। কথা বলবেন আক্রান্তদের সঙ্গে। সেইসঙ্গে প্রশাসনিক বৈঠক করবেন সরকারি কর্তাদের সঙ্গে। ত্রাণ এর পাশাপাশি কত তাড়াতাড়ি মানুষের সমস্যা দূর করা যায় সেই নিয়ে মূল আলোচনা হবে। অন্যদিকে বাবুল যাবেন নামখানা, কাকদ্বীপ সহ বিভিন্ন এলাকায়। এলাকা ঘুরে তিনি কেন্দ্রকে রিপোর্ট পাঠাবেন।

Previous articleশশীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
Next articleফের ভয়াবহ দিল্লির দূষণ, প্রাণহানির শঙ্কাও ওড়ানো যাচ্ছেনা