রাস্তা সারাইয়ের জন্য ফিরহাদ হাকিমকে চিঠি লিখে বিপাকে মিমি

রাস্তা সারাইয়ের জন্য চিঠি দিয়ে বিপাকে মিমি চক্রবর্তী। বাইপাসের রাস্তা খারাপ জানিয়ে নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমকে চিঠি লিখেছিলেন মিমি। কিন্তু তাতেই বিপাকে পড়েছেন সাংসদ। কলকাতায় সাংবাদিকদের সামনেই মিমির নামে ক্ষোভ উগড়ে দেন নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানান, চিঠি লিখলেই সাংসদের দায়িত্ব শেষ হয়ে যায় না। রাস্তা সারাইয়ের জন্য সাংসদ তহবিলের টাকা দিতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

মিমি জানিয়েছেন, সাংসদ হওয়ার পর থেকেই প্রতিদিন বাইপাসের এই রাস্তা নিয়ে তাঁর কাছে অভিযোগপত্র ও ই-মেল পাঠাচ্ছেন এলাকার মানুষ৷ তাই সেই রাস্তা সারাইয়ের জন্য তিনি চিঠি দিয়েছিলেন কিন্তু এটা যে একদম ভালো ভাবে নেননি ফিরহাদ হাকিম তা তাঁর কথাতেই স্পষ্ট হয়ে যায়। তিনি জানান, আগে দেখতে হবে রাস্তা কী অবস্থায় রয়েছে। পাশাপাশি তিনি উল্লেখ করেন, এই রাস্তা সারাইয়ের জন্য যাদবপুরের সাংসদের অনেক আগেই শ্রদ্ধেয় বিমান বন্দ্যোপাধ্যায় উদ্যোগী হয়েছিলেন। সেই মতো ডিপিআর তৈরি করে অর্থ দফতরে পাঠানো হয়েছে। অর্থ মঞ্জুর হলেই কাজ শুরু হয়ে যাবে।

প্রসঙ্গত ই এম বাইপাসের যে অংশের মেরামতির কথা মিমি বলেছিলেন, সেটি তাঁর সাংসদ এলাকা যাদবপুরের মধ্যেই পড়ে।

Previous articleফের বেলাগাম অনুব্রত, কর্মিসভায় গ্রেফতারির হুমকি
Next articleব্রেকফাস্ট নিউজ